আজ বাবা শিবের মাথায় জল ঢালতে প্রচুর ভক্তের সমাগম হয় ভোর থেকেই

চৈত্র সংক্রান্তি আজ শিব পূজা । শিবের মাথায় জল ঢালা ।  শিবমন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় ভোর থেকেই । রঙিন সহ , লাল পাড় সাদা শাড়ি পরে মা মাসি দিদি বোনেরা লম্বা লাইন দিয়ে বাবা শিবের মাথায় জল ঢাললেন  আজ । আজ বিকেল পর্যন্ত জল ঢালার পর্ব চলতে থাকে মনসুকা বানেশ্বর মন্দিরে । মনসুকা বানেশ্বর মন্দিরে আগের বছরের তুলনায় এবছর ভক্তের সমাগম বেশি হয়েছে বলে জানা যাচ্ছে  । পার্বতীচক  বিশ্বেশ্বর মন্দিরেও প্রচুর ভক্তের সমাগম ছিল । সিংহ পুর শিব মন্দির এবং চাউলির শিবমন্দির প্রচুর মানুষ জল ঢেলেছেন ।

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar