বেরার ঘাটে চলছে লোহার পাইপ দিয়ে পোল তৈরির কাজ। লোহার বড়ো বড়ো পাইপ কেটে ঝালাই দিয়ে চলছে এই কাজ।
লোহার মাচা তৈরি করতে বেশ সময় লাগছে। এ পর্যন্ত প্রায় একমাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। অনেকেই বলছেন এই ভাবে লোহার তৈরি মাচা সহজে বন্যার জলের তোড়ে ভাঙবে না। তাই একবার বেশি পরিমাণে টাকা খরচ হলেও এই মাচা তৈরির জন্য বারবার খরচের সম্ভবনা থাকবে না। সাথে সাথে পোলটি বেশ মজবুত হবে ফলে অনেক গাড়ি যাতায়াত করতে পারবে বলে ঘাট মালিক আশিষ বাবুর আশা।
বাঁশের তৈরি মাচার পর এই প্রথম লোহার তৈরি পাইপ দ্বারা পোল তৈরি হচ্ছে তাই সাধারণ মানুষের মনে কৌতূহল হচ্ছে কেমন হবে এই পোল? কত ভার বহন করতে পারবে? বন্যার মোকাবিলা করতে পারবে তো? আশিষ বাবুর বলেন এই সমস্ত সমস্যা গুলিকে অভারকাম করার জন্য আমরা খুব ভালো করে পোলটি বানানোর চেষ্টা করছি। আশা করছি পোলটি সারা বছর সুন্দর ভাবে পরিসেবা দেবে।
লোহার মাচা তৈরি করতে বেশ সময় লাগছে। এ পর্যন্ত প্রায় একমাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। অনেকেই বলছেন এই ভাবে লোহার তৈরি মাচা সহজে বন্যার জলের তোড়ে ভাঙবে না। তাই একবার বেশি পরিমাণে টাকা খরচ হলেও এই মাচা তৈরির জন্য বারবার খরচের সম্ভবনা থাকবে না। সাথে সাথে পোলটি বেশ মজবুত হবে ফলে অনেক গাড়ি যাতায়াত করতে পারবে বলে ঘাট মালিক আশিষ বাবুর আশা।
বাঁশের তৈরি মাচার পর এই প্রথম লোহার তৈরি পাইপ দ্বারা পোল তৈরি হচ্ছে তাই সাধারণ মানুষের মনে কৌতূহল হচ্ছে কেমন হবে এই পোল? কত ভার বহন করতে পারবে? বন্যার মোকাবিলা করতে পারবে তো? আশিষ বাবুর বলেন এই সমস্ত সমস্যা গুলিকে অভারকাম করার জন্য আমরা খুব ভালো করে পোলটি বানানোর চেষ্টা করছি। আশা করছি পোলটি সারা বছর সুন্দর ভাবে পরিসেবা দেবে।
Tags
Ghatal