সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লো এক যুবক । এই ঘটনাটি ঘটেছে মনসুকার পার্বতীচক এলাকার পাল পাড়ায়। রীতা পোড়ে নামে একটি মহিলার সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ল যুবকটি। জানা যাচ্ছে যে যুবকটি একটি সাঁওতাল গোষ্ঠী সঙ্গে পশু শিকার করতে এসেছিলেন। সাইকেলটি চুরি করতে গিয়ে রীতাদেবীর স্বামী দেখে ফেলে এবং ছেলে টিকে ধরে নারকেল গাছে বেঁধে রাখা হয় এবং মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে পুলিশে খবর দেওয়ার ভয় দেখানো হলেও পুলিশে খবর দেয়া হয়নি।
Tags
Ghatal