মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েত ক্রয় করলেন রোডোমিটার।
রোডোমিটার কি?
রোডোমিটার হলো এমন একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে রাস্তার দূরত্ব পরিমাপ করা যায় । এই যন্ত্রটি প্রধান দুইটি অংশ নিয়ে গঠিত একটি হলো চাকা এবং অন্যটি হলো যন্ত্রটি সাথে যুক্ত ইলেকট্রনিক্স গনকযন্ত্র। এই যন্ত্রটির সাথে যুক্ত চাকাটি যতবার ঘুরতে থাকে প্রতিবার ঘূর্ণনের ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করল তা গণনা করে । এবং একটি ডিসপ্লের মধ্যে দিয়ে দূরত্ব দেখায় কত দূরত্ব অতিক্রম করেছে। এই যন্ত্রটির সাথে একটি হাতল যুক্ত থাকে সেই হাতলটি ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। রোডোমিটার ওডোমিটার মত কাজ করে, মোটর বাইকের সামনে যে দূরত্ব পরিমাপ করা যন্ত্র বসানো থাকে বা বিভিন্ন গাড়িতে যে দূরত্ব পরিমাপ করার যন্ত্র থাকে সেটি হল ওডোমিটার আর এইদুই যন্ত্রের কাজ এক ধরনের অর্থাৎ দূরত্ব নির্ণয় রাস্তার দূরত্ব নির্ণয় করা। তবে ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন ভাবে। প্রাচীন যুগে এর ব্যবহার গ্রীস রোমান করতেন এমনকি চিনে এই যন্ত্রের নকশা মডেল ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। ওডোমিটার এর অর্থ হল হডসমেট্রন যা ভেঙে দেখলে গ্রীক ভাষার অর্থ হয়, হডস=পথ,ম্যাট্রন=পরিমাপ।কি কাজে ব্যবহার করবেন পঞ্চায়েত?
তা যাই হোক বিভিন্ন মানুষের কাছ থেকে জানা যাচ্ছে যে ওই যন্ত্রটির সাহায্যে পঞ্চায়েতে বিভিন্ন রাস্তার কাজ হয়ে থাকে সেই রাস্তার সঠিক দূরত্ব নির্ণয় করা জন্যই এই যন্ত্রটি পঞ্চায়েত ক্রয় করেছেন। এরফলে পঞ্চায়েতের রাস্তার কাজ গুলির সঠিক দূরত্ব নির্ণয় করতে পারবেন এবং কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমবে।
Tags
Ghatal