কিছু দিন আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কড়া ভাবে নির্দেশিকা জারি করেছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। কিছু দিন আগে বাঁকুড়া জেলায় WBPTWA এর সদস্য রা ঘুরে ঘুরে টিউশন পড়ান এমন শিক্ষক মহাশয়দের নামের তালিকা বিডিও অফিসে জমা দেন । রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চলছে কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা টিউশন পড়াচ্ছেন কি না । এমন অভিযান ঘাটালেও চলছে । WBPTWA এর ঘাটাল শাখার পক্ষ থেকে আজ দুপুরে একটি আলোচনা ও কর্মসূচি গ্রহণের জন্য সভা ডাকা হয়েছিল ঘাটালের কুশপাতার বিবেকানন্দ মিশন স্কুলে। এই সভায় উপস্থিত ছিলেন সভাপতি কাজল ঘোষ মহাশয় , সম্পাদক বিকাশ রায় মহাশয়, কনভেনার জিতমোহন কর্মকার মহাশয় ও জেলা সভাপতি অমর ঘোষ মহাশয়। এই সভায় উপস্থিত হয়েছিলেন ৮৭ জন গৃহ শিক্ষক। এই সভায় প্রাইভেট টিউটরস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ২০ শে জানুয়ারি ২০২০ ADI অফিসে ডেপুটেশন জমা দেওয়া হবে এবং মহকুমার প্রতিটি স্কুলের টিউশনে যুক্ত টিচার দের নামে RTI করা হবে । এই সংগঠনটি সরকারের তরফ থেকে স্কুল শিক্ষকদের টিউশন পড়াতে পারবেন না এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন। যাতে করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা টিউশন না পড়াতে পারেন তার দিকে কড়া দৃষ্টি রাখবেন বলে জানিয়েছেন। ( ছবি ও তথ্য পাঠিয়েছেন পার্থসারথি শাঠ মহাশয়)
Tags
Education