আগামী একমাস ভারতের জন্য একটি অগ্নিপরীক্ষার সমান



আগামী একমাস ভারতের জন্য একটি অগ্নিপরীক্ষার সমান। ভারত বর্তমানে করোনা ভাইরাসের সেকেন্ড স্টেজে রয়েছে। এই স্টেজ একটি ছোট এলাকার যেমন পাড়ার মধ্যে সংক্রমনের সম্ভাবনা থাকে।  আগামী একমাসে ভারতের মানুষের উপর নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি। হয় ভাইরাস নেমে প্রথম স্টেজে যাবে। নয়তো বেড়ে তৃতীয় স্টেজে যাবে যেখানে বৃহৎ এলাকায় ছড়িয়ে পরবে। চতূর্থ স্টেজে মহামারী। 

একটা কথা মাথায় রাখুন। সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। এবার আমাদের জনগনের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ। 

একটি কথা জেনে রাখুন আগামী দু'বছরের মধ্যে পৃথিবী একটি ভয়াবহ অর্থ সংকটের মধ্যে যেতে চলেছে। ম্যানুফেকচারিং ইউনিট সবই বন্ধ বিশেষ করে চীন থেকে কাঁচামাল আসা বন্ধ হয়ে যাওয়ায় ওষুধের একটা বড় অংশের উৎপাদন ব্যাহত হচ্ছে যার একটি বড় প্রভাব অর্থনীতিতে পড়বে। কেউ বেশি উত্তেজিত হবেন না কারণ এটা আমাদের প্রত্যেককে ভোগ করতে হবে এবং পুরো পৃথিবীর সম্মুখীন হবে। সাধারণত এই ধরনের আর্থিক বিপর্যয় হঠাৎ দেখা দেয় না লকডাউনেরর দুই থেকে আড়াই বছরের মধ্যে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে পরবে। আগামী বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার 6% পৌছাবেনা 5.3% আটকে থাকবে। তবে আগামী এক মাস যদি আপনারা সতর্ক না থাকেন এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে কারণ সে ক্ষেত্রে স্টেজ তিনে পৌঁছে যাবে পরিস্থিতি। যার ফল হবে অত্যন্ত ভয়াবহ।

 সাবান স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করুন। জমায়েত করবেন না এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন হাসিঁ কাশির সময় হাত দিয়ে নিজের মুখ চেপে রাখুন যাতে পার্শ্ববর্তী কেউ ইনফেক্টেড না হয়। কিছু ঘরোয়া টোটকা বলছি যাতে আপনাদের উপকার হতে পারে। মানা বা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। মুখগহবরে একটি লবঙ্গ রাখুন এটি আপনার মুখগহ্বরের জীবাণুমুক্ত রাখতে সহায়তা করবে। সার্ভে বলছে যে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার যত বেশি বড় নয় তার ইনফেক্টেড হওয়া এবং মৃত্যুর হার সবথেকে কম। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যতরকম ব্যবস্থা নেওয়া যায় নিন। কাঁচা পেঁয়াজ শরীরকে জীবাণুমুক্ত করতে সহায়তা করে প্রতিদিন এক থেকে দুটি কাঁচা পেঁয়াজ খান। কাঁচা রসুন ও শরীর গরম রাখতে সহায়তা করে শরীর যত গরম থাকবে ভাইরাস তত কম ইনফেক্ট করবে আপনাদের। কাঁচা হলুদ খুব ভালো এ্যন্টিসেপ্টিকের কাজ করে। প্রয়োজনে এটাও ভালো ফল দিতে পারে। হ্যাঁ এগুলো ঘরোয়া টোটকা। তবে বিজ্ঞানসম্মত। 

সবাই একটু সতর্ক থাকুন। নাহলে ক্ষতি সবার। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar