আমরা যাকে বৈদি নামেই জানি সেই বৈদি রাতের অন্ধকারে দাদা ও ভাইপোকে ঘরে শিকল দিয়ে ঘরে এবং টোটোতে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। এই ঘটনা স্থলে গিয়ে জানা যায় যে সত্যিই টোটোটা পুড়ে গিয়েছে । কারেন্ট এর তার জ্বলে গিয়েছে। অনেকে মিলে কারেন্টের তার নতুন করে সংযোগ করছেন। দাদা ভাইপোকে নিয়ে অনেক কষ্টে কাঁচ ভেঙে জ্বলন্ত ঘর থেকে বেরিয়ে এসেছেন। জানা গিয়েছে যে পারিবারিক গন্ডোগোল হয়েছিল দাদা ও বৈদির মধ্যে। তার জেরেই এমন বিপদ ঘটিয়ে বৈদি রাতের অন্ধকারে পালিয়েছে এমনটি শোনা যাচ্ছে। তবে গতকাল রাতে ঠিক কি ঘটেছিল তার সঠিক তথ্য এখনও জানা যায়নি।
Tags
Ghatal