ঘাটালের মনসুকায় করোনায় মাক্স বিতরণ

মনসুকা  রামকৃষ্ণ  বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান  এর  উদ্যোগে  বিতরণ  করা  হলো  মার্কস  এবং  স্যানিটাইজার ।  গতকাল  বাড়ি  বাড়ি  গিয়ে  কিশোরচক এলাকায়  মানুষদেরকে  সচেতন  মূলক   লিফলেট  এবং   বিষয়টি   ভালো  করে  এলাকাবাসী  বুঝিয়ে  দিচ্ছেন  রামকৃষ্ণ  বিবেকানন্দ  আশ্রম  এর  সদস্যবৃন্দ  এবং   প্রত্যেককে  একটি   করে   মাক্স   বিতরণ  করা  হচ্ছে  বলে  জানা যাচ্ছে । 
অন্যদিকে  দুদিন  আগেই  মনসুকা  খড়গপুর  এলাকায়  বিজেপির  তরফ  থেকে  মাক্স  বিতরণ  করা  হয়েছে  বলে  জানা  যাচ্ছে ।   মনসুকা  ও  পার্শ্ববর্তী  গ্রাম  এলাকার  মানুষজন  অনেকটা  সচেতন  বলে  জানা  যাচ্ছে ।  মনসুকার  বিভিন্ন  স্থানে  দোকানপাট  সব  বন্ধ  কেবলমাত্র  ভুসিমাল  দোকান  খোলা  হচ্ছে ।  সারাদিনে  মনসুকার  বিভিন্ন  রাস্তা  একদম  সুনশান  অবস্থায়  রয়েছে ।  রেশন  বিতরণের  ক্ষেত্রে  সোশ্যাল  ডিস্ট্যান্স  মেনে  রেশন  বিতরণ  করা  হচ্ছে । তবে  অনেক  সময়  দেখা   যাচ্ছে  রেশন তুলতে  এসে  লাইনে  না  দাঁড়িয়ে  ব্যাগ  লাইনে রেখে  ব্যক্তিরা  অন্যত্র  ঘোরাফেরা  করছে। এমন  অবস্থা  দেখে  এলাকার  শুভাকাঙ্ক্ষী মানুষ রয়েছেন  তাঁরা  লাইন  কন্ট্রোল করছেন। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar