মুর্শিদাবাদের সুতিতে বিএসএফ, একটি ব্যাগ থেকে ১৮০ টি ইয়াবা ট্যাবলেট ও দুটি পিস্তল সহ চার রাউন্ড গুলি উদ্ধার করে। গতকাল সকালে সুতির চাঁদনি চক সীমান্ত সংলগ্ন গ্রামীন হাটে, বিএসেফের ৭৮ নং ব্যাটেলিয়নের জওয়ানরা একটি লাল রঙের স্কুটি চড়ে এক ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের দিকে যেতেই বিএসেফের জওয়ানরা তার পিছু নেয়। বেগতিক বুঝে ঐ দুষ্কৃতি হাতের প্লাস্টিক ব্যাগ ফেলে স্কুটি নিয়ে পালায়। ব্যাগ থেকে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট ও পিস্তল এবং গুলি।
Tags
West Bengal