করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে ফিরে আসছেন এমন ব্যক্তি'দেরকে প্রশাসনের তরফ থেকে স'ম্ব'র্ধ'না জ্ঞাপন করা হচ্ছে। করোনা যুদ্ধে জয়ীদের হাতে ফুলের তোড়া তুলি দিয়ে।
পূর্ব বর্ধমানের কা'টো'য়া পুরসভার তের’জন কর্মী করোনাকে জয় করে সেফ হোম থেকে সুস্থ হয়ে বা'ড়ি ফিরে এসেছেন। গত ২৩ তারিখে পু'র'স'ভা এলাকার উনিশ’জনের ক'রো'না রিপোর্ট প'জি'টি'ভ হয়। দ্বিতীয়বার আবার লা'লা'রসের নমুনা পরীক্ষা করায় রিপোর্ট নেগে'টিভ হয়। প্র'শা'স'নের পক্ষ থেকে আজ তাঁদের সং'বর্ধনা দিয়ে বাড়ি ফেরানো হয়। তাঁদের হোম কোয়া'রেন্টাইনে থাকার পরা'মর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে একই ভাবে বিডিও সা'হে'বকে সহ'কর্মী'রা ফুলের তোড়া দিয়ে সং'বর্ধনা জানালেন। উত্তর ২৪ পরগনার ব্যা'রা'কপুর ১ নম্বর ব্লকের বিডিও তুহিন কা'ন্তি ঘো'ষ করোনাকে জয় করে হা'স'পাতাল থেকে ছাড়া পেলেন। তবে ছাড়া পেয়ে বা'ড়ি যাননি, সো'জা অ'ফি'সে গেছেন। সেখানে সহকর্মীরা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জা'নি'য়ে'ছেন। কিছু জরুরী কা'জ'কর্ম সেরে তিনি বাড়ি ফিরে গেছেন। কয়েকটি দিন বাড়িতে বি'শ্রা'ম নিয়ে পুন'রায় নতুন উ'দ্যো'গে কাজ শুরু করবেন ।
Tags
India