ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর জিতলাে আর্জেন্টিনা

 ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরােপা জিতলাে আর্জেন্টিনা । মেসি পেলেন প্রথম আন্তর্জাতিক শিরােপা । অ্যানহেল ডি মারিয়ার করা একমাত্র গােলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল ।

ম্যাচের শুরু থেকে ব্রাজিল পায়ে বল রেখে গােল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় । রদ্রিগাে ডি পলের দেয়া লং বল থেকে ডি মারিয়া নিখুঁতভাবে ব্রাজিলের গােলকিপার এডারসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন । শেষ পর্যন্ত তারা ১-০ গােলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে । এটি লিওনেল মেসির প্রথম মেজর আন্তর্জাতিক শিরােপা ।

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নায়ক ডি মারিয়া ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ কেন ? বাংলাদেশে ব্রাজিল - আর্জেন্টিনা উন্মাদনা কবে থেকে ? এর আগে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে গিয়েও সেরে যায় । আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে গিয়েও হেরে যায় । ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুটআউট থেকে গােল করতে ব্যর্থ হয়ে অবসরের ঘােষণাও দিয়েছিলেন লিওনেল মেসি ।

যদিও দ্রুতই ফিরে এসেছেন এবং পরবর্তীতে আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি । শেষ পর্যন্ত কোপা আমেরিকা দিয়ে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ।

ম্যাচের শেষে লিওনেল মেসি ও নেইমার একে অপরকে জড়িয়ে ধরেন । মাঠের যে কোণে আর্জেন্টিনার সমর্থকরা ছিলেন , সেখানে গিয়ে উল্লাসে মাতে আর্জেন্টিনার ফুটবলাররা । লিওনেল মেসিকে তুলে হাওয়ায় ভাসিয়ে উল্লাস করেন সতীর্থরা ।

কোপা আমেরিকার সেরা ফুটবলারের পুরষ্কার পেয়েছেন লিওনেল মেসি । লিওনেল মেসিকে তুলে হাওয়ায় ভাসিয়ে উল্লাস করেন সতীর্থরা।



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar