ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর জিতলাে আর্জেন্টিনা

 ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরােপা জিতলাে আর্জেন্টিনা । মেসি পেলেন প্রথম আন্তর্জাতিক শিরােপা । অ্যানহেল ডি মারিয়ার করা একমাত্র গােলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল ।

ম্যাচের শুরু থেকে ব্রাজিল পায়ে বল রেখে গােল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় । রদ্রিগাে ডি পলের দেয়া লং বল থেকে ডি মারিয়া নিখুঁতভাবে ব্রাজিলের গােলকিপার এডারসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন । শেষ পর্যন্ত তারা ১-০ গােলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে । এটি লিওনেল মেসির প্রথম মেজর আন্তর্জাতিক শিরােপা ।

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নায়ক ডি মারিয়া ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ কেন ? বাংলাদেশে ব্রাজিল - আর্জেন্টিনা উন্মাদনা কবে থেকে ? এর আগে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে গিয়েও সেরে যায় । আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে গিয়েও হেরে যায় । ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুটআউট থেকে গােল করতে ব্যর্থ হয়ে অবসরের ঘােষণাও দিয়েছিলেন লিওনেল মেসি ।

যদিও দ্রুতই ফিরে এসেছেন এবং পরবর্তীতে আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি । শেষ পর্যন্ত কোপা আমেরিকা দিয়ে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ।

ম্যাচের শেষে লিওনেল মেসি ও নেইমার একে অপরকে জড়িয়ে ধরেন । মাঠের যে কোণে আর্জেন্টিনার সমর্থকরা ছিলেন , সেখানে গিয়ে উল্লাসে মাতে আর্জেন্টিনার ফুটবলাররা । লিওনেল মেসিকে তুলে হাওয়ায় ভাসিয়ে উল্লাস করেন সতীর্থরা ।

কোপা আমেরিকার সেরা ফুটবলারের পুরষ্কার পেয়েছেন লিওনেল মেসি । লিওনেল মেসিকে তুলে হাওয়ায় ভাসিয়ে উল্লাস করেন সতীর্থরা।



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar