পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত যশোড়ার তারাপীঠ মন্দির । এই তারাপীঠ মন্দিরে আসতে হলে পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার রাস্তায়, বা ঘাটাল থেকে পাঁশকুড়া যাওয়ার রাস্তায় খুকুড়দার কালীবাজারে নেমে নদীপাড় বরাবর পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই তারাপীঠ মন্দির ।
এটি কোন সিদ্ধপীঠ নয় তবে বীরভূম জেলায় তারাপীঠ মন্দিরের আদলে , দীগন্তজোড়া মাঠের প্রান্তরে তৈরি করা হয়েছে তারা মায়ের মন্দির । ফলে ঋতু পরিবর্তনের সাথে সাথে মন্দির বেষ্টিত অপরূপ প্রকৃতি পরিবেশর পরিবর্তন লক্ষনীয়। পূর্ব মেদিনীপুরর তারাপীঠ নামে পরিচিত এই মন্দিরটিতে প্রবেশ করতে হবে বেশ কয়েক ধাপে পাথর বসানো সিঁড়ি বেয়ে উপরে উঠে মন্দিরে প্রবেশ করতে হয় ।
মায়ের মুর্তিটি সম্পুর্ন তারা মায়ের মুর্তির প্রতিরূপ , মন্দিরের চারিপাশ স্টাইল ও পাথর বসানো ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর । মন্দিরে পুজা দেওয়া , প্রসাদ লাগানো , উপযুক্ত বয়সের প্রমানপত্র দেখিয়ে বিবাহ দেওয়া হয় এবং চরনামৃত পাওয়া সুবন্দোবস্ত আছে , তবে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত। নেট দুনিয়ায় দাপিয়ে বেড়ানো নানা প্রোজে সেল্ফি তুলা আর্দশ একটি পয়েন্ট করে নিয়েছে নেটিজেনরা ।
মন্দির চত্বরে পুজা দেওয়ার সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় , ছোটখাটো খাবারের দোকান আছে । সব মিলিয়ে হাতের নাগালে মনোরম পরিবেশে মা তারার পুজা দিয়ে একদিনের জন্য বেড়িয়ে আসার আদর্শ জায়গা হলো এই তারাপীঠ মন্দির ।