মনসুকা ঝুমি নদীর উপর লোহার সেতু গুলি বন্যায় ভেঙে যাওয়ার পর আবার খেয়া ঘাট মালিক গুলি নদীর উপর সেতু তৈরি করছেন। তবে এবার আর আগের মতো লোহার না করে বাঁশের তৈরি করা হচ্ছে । মনসুকা স্কুল ঘাটে বাঁশের খুঁটি দিয়ে সেতু নির্মাণের কাজ চলছে।
তবে এরই মধ্যে বেরার না ঘাটে বাঁশের খুঁটি দিয়ে সেতু নির্মাণ সম্পন্ন হয়ে গিয়েছে । এবং সেই সেতু মানুষের যাতায়াতের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে মানুষ ও মোটরসাইকেল সহজে যাতায়াত করতে পারছে । কয়েক দিন এর মধ্যে মনসুকা স্কুল ঘাটের বাঁশের সেতু চালু হয়ে যাবে।
Tags
Ghatal