বন্যা পরবর্তী পরিস্থিতি মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু এলাকায় মাটির রাস্তা বা কংক্রিটের রাস্তা বন্যার প্রবল স্রোতে ভেঙে গিয়েছে। রাস্তার উপর বেশ কয়েকটি কংক্রিটের পোল ভেঙে গিয়েছে। তবে যাতায়াত করার জন্য সাধারণ ভাবে যাতায়াতের সময় উপযোগী করে সারানো হয়েছে কোথাও মাটি দিয়ে কোথাও মাটির বস্তা দিয়ে।
তবে দঃ খড়কপুরে যে তৃনমূল পার্টি অফিসের নিকট রাস্তা ভেঙে গিয়েছে তা বাঁশের মাচা বেঁধে দেওয়া হয়েছে ফলে সহজেই যাতায়াত করতে পারছেন সাধারণ মানুষ। মনসুকা ১গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ রসিকপুর এলাকার রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে মাটি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে তবে বৃষ্টি হলেই ব্যাপক কাদা হয়ে যায় ফলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়। বিষয়টি স্থানীয় যুবকরা মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান এর দৃষ্টি আকর্ষণ করার জন্য মনসুকা খবর কে জানিয়েছেন।