ঘাটালের কুশপাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বন্যার আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই আগুনের লেলিহান শিখার সম্মুখীণ হতে হল ঘাটাল শহরের কুশপাতার GFC হাসপাতালের পিছনে। আগুনের তীব্রতা এতটাই যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিপাকে পড়েন স্থানীয় মানুষেরা। আগুন নেভার শেষের দিকে দমকলকর্মীরা এসে পৌঁছায়। আক্রান্ত ৩টি পরিবারের মধ্যে আহত অবস্থায় দুজন শিশু সহ দুজন পুরুষ ও একজন মহিলাকে উদ্ধার করে ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।

খবর শোনা মাত্রই আহতদের দেখতে ঘাটাল হাসপাতালে যান ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শংকর দোলই মহাশয়। সেখানে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে সবরকম সাহায্যের আশ্বাস দেন ও ঘাটাল হাসপাতালের সুপার সম্রাট রায়চৌধুরী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে আক্রান্তদের চিকিৎসা পরিষেবায় রাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়ে মতবিনিময় করেন।



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar