শোভন বৈশাখীর নাচে এবার ব্যাপক ট্রোল

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা:  মদন মিত্রের পর এবার শোভন বৈশাখী। মদন মিত্রের গানের ভিডিও ব্যাপক ট্রোল হওয়ার পর শোভন বৈশাখী কে নিয়ে মাতল নেটিজেনরা। শোভন বৈশাখীর টক ঝাল মিষ্টি সম্পর্ক কম বেশি সবার জানা । শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র ছিলেন । বৈশাখী একটি কলেজে প্রফেশর।

দুই জনের বন্ধুত্ব এক নতুন জায়গা দিয়েছে। প্রেম না বন্ধুত্ব না জুটি তা বলা মুশকিল তবে এই জুটি অনেক জুটিকেই পিছনে ফেলে দিতে চেয়েছেন। এই জুটি রাজনৈতিক মঞ্চ পেরিয়ে এসে এক নতুন মঞ্চে উপস্থিত করেছেন নিজেদের। এবার এই জুটি মিউজিক ভিডিও শুটিং শুরু করেছেন । পুজোর আগে শোভনকে সামনে রেখে তা তা থৈ থৈ তা তা থৈ থৈ গানে, তা তা থৈ থৈ করে নেচে চলেছেন বৈশাখী। আর তাতে ধুতি পাঞ্জাবি পরে বর সেজে মুচকি হাসি দিয়ে হাততালি দিয়ে আলতো নাচে গা দুলিয়ে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। এতেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়।


কিছু দিন আগে বৈশাখী শোভন চট্টোপাধ্যায় এর কাছে থেকে শোভন এর বাড়ি কিনে নিয়েছেন আর সেই বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রত্না কে। এর পরেই এমন নাচের ভিডিও দেখে নেটিজেন বলতে ছাড়েননি যে শোভন এর বাড়ি কিনে আনন্দে নাচছেন বৈশাখী। তবে শোনো যাচ্ছে যে বৈশাখী তার স্বামীর কাছে ডিভোর্স চেয়েছেন নাকি সেই আনন্দে নেচে চলেছেন বৈশাখী। নেটিজেনদের এমন কথা উঠে এসেছে নানা কমেন্ট ও নানান ট্রোলে।

পুজোয় শোভন বৈশাখীর নাচ কতটা জনপ্রিয় হবে সেটাই দেখার বিষয়।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar