শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: আমরা আগেই বলেছিলাম পুজোর আগেই আবার বন্যা হবার আশঙ্কা আছে। তা অক্ষরে অক্ষরে মিলে গেল। আজ সকাল থেকে ব্যাপক ভাবে ঝুমি নদীর জল বৃদ্ধি পায়। নদীর জল এক্কেবারে নীচে ছিল। দুপুর ১২টার মধ্যে নদীর পাড়ের মুখে জল চলে আসে। দুপুর দুটো নাগাদ নদীর জল কিছু কিছু জায়গায় নদীর পাড় ছাপিয়ে জল প্রবাহিত হতে থাকে। তারপর জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পায়। তবে বিকাল পাঁচটায় পর জল তেমন একটা বৃদ্ধি পায়নি । যেটা বৃদ্ধি পেয়েছে তা খুব সামান্য । এবার বন্যার জল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মনসুকা সহ পার্শ্ববর্তী গ্রাম গুলিতে আবার বন্যা দেখা দিয়েছে।
আজ মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করা হয়েছে। গ্রামবাসীকে বন্যায় নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এবং সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এর মধ্যে একটি ভালো খবর হলো সকাল থেকে যে হারে জল বৃদ্ধি পেয়েছিল বিকাল থেকে তা অনেক কম । সন্ধ্যার পর জল খুব একটা বৃদ্ধি পায়নি।