ঘাটালবাসী বন্যার কবল থেকে কি মুক্তি পাবে না?

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: এই বছর বার বার নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। যার কারণে মনসুকা সহ ঘাটাল বাসী বারবার বন্যার কবলে পড়ছেন। মানুষ মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে "আর কত বার বন্যা হবে আর সহ্য হচ্ছে না" । বেশ কয়েক বছর এমন বন্যা হয়নি । তবে এই বছর বঙ্গোপসাগরে বার বার নিম্মচাপ সৃষ্টি হচ্ছে এবং দুই এক দিনের ব্যাপক বৃষ্টিতে বন্যা হয়ে যাচ্ছে । বেশ কয়েকটি কারন আছে যে কারনে বার বার বন্যার কবলে পড়েছেন ঘাটাল বাসী ।


১) অধিক নিম্নচাপ সৃষ্টি । এই বছর বঙ্গোপসাগরে বার বার নিম্মচাপ সৃষ্টি হয়েছে।

২) ঝুমি নদী এবং শীলাবতী নদীর উৎসে, ধারন অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত। রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে এইবার। এর আগে এত পরিমাণ বৃষ্টি হয়েনি। এই নদী গুলির ধারন অববাহিকা হল বাঁকুড়ায় । আর এই বছর ব্যাপক বৃষ্টি হয়েছে,  ব্যাপক বন্যা হয়েছে সেই বাঁকুড়ায়।গত ১০০ বছরে বাঁকুড়ায় এত বৃষ্টিপাত হয়নি, এবার ২৪ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৫৪.৩ মিলিমিটার। ১৯২২সালে ২৪ঘন্টায় শেষ বৃষ্টি হয়েছিল ২৯২.৪ মিলিমিটার।

৩) বিভিন্ন জলাধার গুলির জলধারন ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে । ফলে ধলধার গুলি জল ছাড়তে বাধ্য হচ্ছে।

৪) নদী গুলির নাব্যতা হ্রাস পেয়েছে ব্যাপক ভাবে । ফলে একটু বেশি বৃষ্টি হলেই নদীর দু'কূল ছাপিয়ে প্লাবিত হয়।

৫) ঘাটাল এমন একটা জায়গা সেটা গামলার মতো গর্ত জায়গা। নদীতে জল বৃদ্ধি পেলেই ঘাটালে জল ঢুকে পড়ে । তখনই বন্যা হয়ে যায়।

ঘাটালের ভৌগলিক অবস্থান ও পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ যে এই ঘাটাল বাসীকে বারবার বন্যার নরক যন্ত্রনা ভোগ করতে হচ্ছে বহু বছর ধরে ।

কিছু দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা পরিস্থিতি দেখে গেছেন এবং বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান শীঘ্রই করা হবে। কেন্দ্র এই কাজে বাধা দিচ্ছে । তা যাই হোক ঘাটাল বাসী এই বন্যার করাল গ্রাস থেকে কবে মুক্তি পাবে তা সময় কথা বলবে ।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar