শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: বিদ্যাসাগর মহাশয় ২০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ২৭ শে সেপ্টেম্বর সোমবার বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে ৬৩ জন স্বাক্ষর হলেন।
ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয় ও বীরসিংহ ভগবতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ বেরা মহাশয় এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল এই সাক্ষরতা পরীক্ষা।
ঐদিন বিদ্যাসাগরের স্মৃতি মন্দির এর ৬৩ জন বয়স্ক মহিলার সাক্ষরতার পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় সকলেই উত্তীর্ণ হয়েছেন এবং প্রত্যেককেই সার্টিফিকেট দেওয়া হবে।
২০১৯ সালে ঘটা করে বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বছরই বীরসিংহ গ্রামে ৬৩ জন বয়স্ক মহিলাদের কে চিহ্নিত করা হয় যারা স্বাক্ষর ছিলেন না।
এবার তাঁরা সাক্ষরতা পরীক্ষা দিলেন এবং তাতে প্রত্যেকে উত্তীর্ণ হয়েছেন। মহাকুমা শাসক জানান যে আগামীকাল ২৯শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয় এর জন্মদিন পালন করা হবে এবং এই জন্মদিনেই তাঁদের হাতে সাক্ষরতার সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সাথে তুলে দেয়া হবে কিছু বই যাতে তাঁহারা পড়াশোনা চালিয়ে যেতে পারে।