শ্যামল রং, মনসুকা খবর, মনসুকা: এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মনসুকা চড়কতলা এবং ঘোড়ুইঘাট মার্কেটে। মনসুকা চড়কতলা উপর অবস্থিত একটি দোতলা বাড়ি হুরমুড়িয়ে ভেঙে জলের নিচে চলে গেছে। এই বাড়িটি ছিল রতন মন্ডলের । বাড়িটি ভাড়া নিয়েছিলেন চিত্ত রঞ্জন অধিকারী, শ্যামল চক্রবর্তী, সন্ন্যাসী চানক, স্বপন দোলুই মহাশয়।
ঝুমি নদীর প্রবল স্রোতে এবার চড়ক তলার নদী ঘাটের পাশে দুটি বড় গাছ ছিল সেই গাছটির জলের স্রোতে ভেঙে নিয়ে গেছে। গতবারের বন্যাতে এই দোতলা বাড়িটির দুটি পিলার থেকে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল।
এবারের বন্যায় সেই গর্তটি আরও বৃহত্তর হয় ফলে দোতলা বাড়িটি নদীর গর্ভে ভেঙে পড়ে। পাশাপাশি আরও বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। দোতলা বাড়িটি আগের দিকে জলের বাধা পেয়ে ঘূর্ণি সৃষ্টি করে ফলে সেই ঘূর্ণির ফলে গর্তের সৃষ্টি হয়ে আরো দুটি দোকান জলের তলায় চলে গিয়েছে।
নদীতে পাইলেন না করলে খুব শীঘ্রই ঝুমি নদীর করাল গ্রাসে হারিয়ে যাবে চড়কতলা আরো বেশ কিছু দোকান। ঘোড়ুইঘাট মার্কেটে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা যাচ্ছে না।
Tags
Ghatal