ডব্লিউ বিসিএস প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি এমাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই বেরোনোর সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে।
কিছুদিন আগেই ঘাটালের টাউনহলে ডব্লিউবিসিএস এবং অন্যান্য কম্পেটিটিভ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। ঘাটালের এসডিও সাহেব সুমন বিশ্বাস মহাশয়ের এর উদ্যোগে। বহু শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। এবং তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। সেইমতো ডব্লিউ বিসিএস এর প্রিলি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। তাই যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে অনেকটা খুশির খবর। যদিও প্রতিবছরই এই পরীক্ষা হয়ে থাকে। তবে ঘাটালের অনেক ছাত্র-ছাত্রী এ বিষয়ে তেমন বেশি আগ্রহ প্রকাশ করে না। তাদের যথেষ্ট মেধা থাকার সত্ত্বেও ডাবলু বি সি এস পরীক্ষার প্রস্তুতি তেমনভাবে নেয় না। তাই ঘাটালের এসডিও সাহেব ঘাটালের ছাত্র-ছাত্রী বা চাকরিপ্রার্থীদের সহজ গাইডলাইনস দেওয়ার জন্য টাউন হলে সম্পন্ন করেছিলেন পরীক্ষা প্রস্তুতির গাইডলাইনস। সেই পরামর্শ বা গাইডলাইনস বহু ছাত্র-ছাত্রীদেরকে পথ দেখিয়েছে এমনটাই আশা করা যায়।
গতবারের প্রিলি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। এরপরে মেন পরীক্ষা হবে। গতবারের প্রিলি পরীক্ষার কাট অফ মার্কস এসেছে তা হলজেনারেল প্রার্থী, ও.বি.সি.- এ ক্যাটেগরি, ও.বি.সি.- বি ক্যাটেগরি প্রার্থীদের বেলায় ১২১.৬৭ , তপশিলী জাতির প্রার্থীদের বেলায় ১১৪ , তপশিলী উপজাতি প্রার্থীদের বেলায় ৯৪.৩৩ , প্রতিবন্ধীদের বেলায় ১০১.৬৭ । গত বারের তুলনায় এবার কাট অফ নম্বর অনেকটাই কমেছে। ও.বি.সি. –এ আর ও.বি.সি.- বি ক্যাটেগরির কাট অফ সাধারণদের থেকে সাধারণত কম হয় কিন্তু এবার জেনারেল, ও.বি.সি. এ আর ও.বি.সি. - বি ক্যাটেগরির কাট অফ একই হয়েছে । সফলদের এরপর মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষার তারিখ এখনো ঠিক না হলেও পরীক্ষা হবে সম্ভবত এপ্রিল - মে মাস নাগাদ।
পি.এস.সি.’র এক মুখপাত্র জানান, ২০২২ সালের ডব্লু.বি.সি.এস . পরীক্ষার বিজ্ঞপ্তিও এ মাসেই বেরোবে । প্রিলি পরীক্ষা হবে সম্ভবত মে মাস নাগাদ ।