হোলিতে মনসুকায় কড়া নজরদারি পুলিশের

শ্যামল রং, মনসুকা:- মনসুকায় কড়া নজরদারি পুলিশের। আজ হোলি। আমরা জানি হোলি বসন্ত উৎসব। শ্রী কৃষ্ণ এবং রাধা ও ষোলশো গোপিনী মিলে বসন্তকালে রং খেলায় মেতে উঠেছিলেন আর সেই থেকেই এই বসন্ত উৎসব দোল খেলার প্রচলন হয়ে আসছে। আপনার মনে হতে পারে এমন একটি সুন্দর অনুষ্ঠানে কচিকাঁচা থেকে বড়রা একে অপরকে রঙ মাখিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন সেখানে পুলিশ মোতায়েন করার কি প্রয়োজন আছে।

প্রতীকী ছবি

আসলে পুলিশ মোতায়েন করা হয়েছে অনুষ্ঠান সামলানোর জন্য নয়। পুলিশ মোতায়েন করা হয়েছে সুরাপায়ীদের জন্য। বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে মনসুকা চড়কতলার বুকে হোলির দিনে সুরাপায়ীদের উৎপাত এবং বেশ কিছু বিশৃঙ্খল অপ্রীতিকর ঘটনা । যাহাতে এমন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘাটাল পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সেবিক ভলেন্টিয়ার্স সহ 4-5 জন পুলিশ রয়েছেন। সকাল থেকে এই কড়া নজরদারি চলছে মনসুকা চড়কতলায় । ফলে মনসুকা চড়কতলায় পরিবেশ স্বাভাবিক সুন্দর রয়েছে।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar