শিক্ষকতা থেকে অবসর নিলেন শিক্ষক কিংকর কুমার পন্ডিত মহাশয়

দীর্ঘ ২৮ বছরের শিক্ষকতার কর্মজীবন থেকে অবসর নিলেন মেঠেলা প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় কিংকর কুমার পন্ডিত মহাশয়। গত ৩১ শে জানুয়ারি ২০২৩ শিক্ষকতার কর্মজীবনের সমাপ্তি ঘটে । মেঠেলা নিউ তরুণ সংঘের উদ্যোগে ২১ মার্চ সন্ধ্যা ৭টায় মেঠেলা প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় কিংকর কুমার পন্ডিত মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সংঘটিত হয় স্যারের নিজ বাসভবনে।


 
মেঠেলা নিউ তরুণ সংঘের সকল সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সংঘটিত হয়েছিল।

 মাননীয় কিংকর বাবু কর্মজীবন শুরু করেছিলেন ৬ই জুলাই ১৯৯৫ সালে। দীর্ঘ ২৮ বছর শিক্ষকতায় মেঠেলা প্রাথমিক বিদ্যালয়ের রুক্ষ এবং জড়াজীর্ণ অবস্থার পরিবর্তন করে বিদ্যালয়টিকে সুচারুরূপে নবজীবন দান করেছেন। ওনার অক্লান্ত পরিশ্রম এবং সরকারি সহযোগিতা বিদ্যালয়টি পরিপূর্ণতা রূপ পেয়েছে । সুন্দর গুণ মুগ্ধ শিক্ষককে পরিচিত সেই বিদ্যালয়ে না পেয়ে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মন ভারাক্রান্ত। হয়তোবা বেশির ভাগ ছাত্র ছাত্রী কোনদিন স্যার কে ভুলতে পারবেনা। 




Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

Mansuka Khabar

Mansuka khabar
Mansuka khabar