শ্যামল রং,"মনসুকা খবর", ঘাটাল: - মনসুকা সহ ঘাটালে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। [✔️আরও খবর দেখতে "মনসুকা খবর" এর Facebook ও YouTube চ্যানেলে প্রবেশ করুন। এই লেখার উপর ক্লিক করে।] মাস খানেক বা তারও আগে থেকেই ডেঙ্গু প্রতিরোধে তত্পর সরকার। দফায় দফায় প্রচার অভিযান চালিয়েছে এবং নানা ভাবে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ঘাটাল মহাকুমায় দফায় দফায় ঘাটালের মহাকুমা শাসক ও বিভিন্ন স্তরেও আধিকারিকরা বৈঠক করেছেন ডেঙ্গু প্রতিরোধে নিয়ে। বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সতর্কতা বৃদ্ধি করার জন্য।
প্রতিকী ছবি |
তবে বর্ষা এলেই ডেঙ্গুর প্রভাব বাড়ে। মনসুকা সহ ঘাটালে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সুত্রের খবর মনসুকায় তিন জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য আগামী কাল ৭ই অক্টোবর শনিবার নবান্নে ডেঙ্গু নিয়ে মূখ্য সচিবের একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত জেলা শাসকদের, স্বাস্থ্যভবনের আধিকারিকদের, হাসপাতালের সুপারদের। এই বৈঠকে ডেঙ্গু প্রতিরোধের খুঁটিনাটি বিষয়ে আলোচনা হবে।
Tags
Health