ঘাটালের এসডিওর নেতৃত্বে বন্যা দুর্গতদের জন্য রান্না করা খাবার বিতরণ

ঘাটাল, ২১ সেপ্টেম্বর: বন্যার চরম পরিস্থিতিতে প্রশাসনের তৎপরতায় ঘাটালের বন্যা দুর্গত মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত। সেই প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস মহাশয়। তাঁর অসাধারণ উদ্যোগে এবার তিনি নিজে মাঠে নেমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। শুধু প্রশাসনিক দায়িত্বে নয়, এসডিও সুমন বিশ্বাস মহাশয় স্বয়ং রান্না করা খাবার তৈরিতে হাত লাগিয়ে কর্মকর্তাদের উৎসাহিত করেছেন।


ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় রান্না করা খাবার বিতরণের কাজ শুরু হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় বন্যার জলমগ্ন এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, সেখানে নৌকা করে ত্রাণ বিতরণের প্রয়োজন পড়ছে। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের জন্য খাবার তৈরিতে নিজেই অংশগ্রহণ করেছেন এসডিও। তাঁর তত্ত্বাবধানে কর্মীরা রান্নার কাজ শুরু করেন।

এসডিও সুমন বিশ্বাস মহাশয় শুধু রান্নার কাজে থেমে থাকেননি। তিনি নিজে ডিঙি নৌকা বেয়ে দুর্গত এলাকা পরিদর্শন করছেন এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজেও হাত লাগাচ্ছেন। এমনকি প্রত্যন্ত এলাকায়, যেখানে জলমগ্ন, সেসব জায়গায় গিয়ে এসডিও নিজে খাবার বিতরণ করছেন।


এসডিও সুমন বিশ্বাস মহাশয়ের এই উদ্যোগ শুধু ত্রাণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। বন্যা দুর্গতদের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ করছেন এবং তাঁদের সমস্যাগুলি শুনছেন। বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়েও তিনি স্থানীয়দের সঙ্গে আলোচনা করছেন। বিশেষত যেসব কৃষিজমি জলমগ্ন হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, বন্যার জলে ঘর বাড়ি ডুবে গিয়েছে ভেঙে গিয়েছে, সেসব সমস্যা সমাধানে প্রশাসনিক পদক্ষেপ নেবেন তিনি।  

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar