গতকাল খাসবাড় হাই স্কুলে "পুষ্টি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা " বিষয়ের উপর একটি মোবাইল টিম সচেতনতা বৃদ্ধির জন্য অনুষ্ঠান করে গেলেন । পুষ্টি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ের উপর ঘন্টা খানেক বক্তৃতা দিলেন টিমের দিদিমণিরা এবং ছাত্র ছাত্রীরা কতটা বুঝতে পেরেছে তার উপর কুইজ হল । কুইজে পুরষ্কারের ব্যবস্থা ছিল ।