গতকাল (23/12/17) শনিবার মেঠালায় বড় ঠাকুরের পুজার পায়েসের জন্য বাসমতি চাল ও আমল দুধ ও অন্যান্য উপকরণ কিনতে ঘাটাল যাওয়ার পথে তিন বাইক আরোহী গুরুতর যখম হয়েছেন ।
একটি বাইকে তিনজন ছিলেন । ঘাটাল যাওয়ার মুখে জয়গুরু আশ্রমের নিকট মনসা মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে । আরো জানা যাচ্ছে যে চালকের পায়ের হাড় ভেঙে গেছে , হাড়ের বদলে রড় ঢুকিয়ে রাখা হয়েছে। ঐ তিন জনের পরিবার সহ মেঠালার গ্রামবাসী ভীষন রকম মর্মাহত হয়ে পড়েছেন ।
Tags
West Bengal