ঘাটালের মনসুকা বাঁশের পুলের উপর এক্সিডেন্ট

আজ ( 27/01/2018) সকালে মনসুকা বাঁশের পুলের উপর একটি মেয়ের দুটি পায়ের উপর দিয়ে ইঞ্জিন টলির দুটি চাকা চলে যায় ফলে মহিলাটির পা দুটি ফ্যাক্চার হয়ে যায় । মহিলাটিকে  চিকিত্সার জন্য ঘাটাল নিয়ে গেছেন ।   জানা গেছে যে মহিলা টি ইঞ্জিন টলিটিকে দাঁড়াতে বলে পাশে  বাইপাস মাচাতে উঠতে যাচ্ছিলেন । কিন্তু ইঞ্জিন টলিটি না দাড়িয়ে মহিলাটির পায়ের উপর দিয়ে চালে যায় । ফলে পা দুটি গুরুতর যখম হয়েছে ।

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar