রাজিব রং এর লেখা "চিত্রপট" নামক একটি ছোট গল্পের বই প্রকাশ হল বিশিষ্ট নবীন ও প্রবীণ সাহিত্যকদের মাঝে, গতকাল সন্ধ্যায় কলকাতার একটি সভাগৃহে মহতী অনুষ্ঠানের মাধ্যমে । বইটিতে ছয়টি ছোট গল্প স্থান পেয়েছে । এটিই হল রাজিব রং এর জীবনের প্রথম প্রকাশিত বই। রাজিব রং জানালেন বইটি নিয়ে খুব উৎসাহী ছিলাম গতকাল সেই উৎসাহ শতগুন বাড়িয়ে দিলেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সাহিত্যিক সম্মাননীয় রীজুরেখ চক্রবর্তী, অজিতেশ নাগ , চুমকি ম্যাডাম , মৃণাল কোটাল প্রকাশক প্রানেশ ভট্টাচার্য , সৌরভ বিশাই সহ আমন্ত্রিত নবীন সাহিত্য সেবকরা । তিনি বলেছেন আমার সকল শুভাকাঙ্ক্ষীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই প্রনাম ও ভালোবাসা জানাই ।
Tags
Culture