বিজয়ী ট্রফি মোটরবাইক পেলেন এল ডি ফোর্স

গতকাল ( 13/01/18) শনিবার  ঘাটাল বিদ্যাসাগর ফুটবল মাঠে ওয়েলফেয়ার কাপ 2018  ফুটবল খেলা অনুষ্ঠিত হল ।

এই খেলাতে চারটি দল অংশগ্রহণ করে ছিল । এই খেলাতে "মনসুকা এল ডি ফোর্স" অংশ গ্রহণ করে  ছিল ।  এই খেলাতে "মনসুকা এল ডি ফোর্স"  বিজয়ী হয় । বিজয়ী ট্রফির সাথে একটি মোটরসাইকেল পেয়েছে ।  এল ডি ফোর্স সেলিব্রেশন করছে ডিজে মাইক বাজিয়ে ডান্সের  সাথে অসীম আনন্দের সমারোহে ।

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar