দেশের মায়ের শীতলা মনসা মন্দির ( 17 পটি মনসুকার মায়ের মাড়ো ) সহ তিনটি মন্দিরে গতকাল (11/01/18) রাতে চুরি হয়েছে বলে জানা যাচ্ছে । মায়ের মন্দির সহ সেন পাড়া ও রায় পাড়ার দুর্গা মন্দির চুরি হয়েছে । এই বিষয়ে তদন্তের জন্য আজ সকালে দুই ভ্যান পুলিশ এসেছিলেন । তদন্ত চলছে । মন্দির গুলি থেকে টাকা সোনা রুপা চুরি গেছে বলে শোনা যাচ্ছে।