আজ দুপুরে বেরার ঘাটে একটি ইঞ্জিনট্রলি উল্টে গেল । গাড়িটা উল্টে গিয়ে পড়ল ঝুমি নদীর উপর বেরার ঘাটের পোলের নীচের বাঁশে আটকে গিয়েছিল । কেউ তেমন ভাবে গুরুতর আহত হননি ।
অপর দিকে গতকাল ঘোড়াইঘাট চাতালে একটা ডুম্পার গাড়ি উল্টে গেল অধিক লোডের কারনে তবে সেখানেও তেমন ভাবে গুরুতর কেউ আহত হননি ।
Tags
Ghatal