কোমরা গোকুল নগর সবুজ সংঘের উদ্যোগে শিবরাত্রি উপলক্ষে কোমরা ( বালিডাঙা , পশ্চিম মেদিনীপুর ) শিবরাত্রি মেলা ও গ্রামীণ উৎসব চলছে ।
কোমরা শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্রের পরিচালনায় ভক্ত ও যুব সম্মেলন সম্পন্ন হল , ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার । বিভিন্ন ধরনের ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে ভক্ত ও যুব সম্মেলন সম্পন্ন হল । অনুষ্ঠানে ঠাকুর ও স্বামীজির স্তোকপাঠ , গুরু বন্দনা , ভক্তিগীতি , আবৃত্তি , স্বামীজির রচনা থেকে পাঠ , কথামৃত পাঠ ,স্বরচিত কবিতা পাঠ , এবং মহামূল্যবান বক্তব্য রাখেন খাসবাড় হাইস্কুলের সহ শিক্ষক দিব্যেন্দু ভট্টাচার্য মহাশয় , গৌরহাটি রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী প্রাণারামানন্দ মহারাজ মহাশয় , এবং কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী ভক্তিপ্রিয়ানন্দ মহারাজ মহাশয় ।
Tags
Culture