ঘাটালের মনসুকা এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে যে প্রার্থীদের কে বেশি প্রচার করতে দেখা যাচ্ছে

আসন্ন লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে ৩২ নম্বর ঘাটাল লোকসভা কেন্দ্রে মোট সাত জন  প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন তাঁদের  মধ্যে বেশিরভাগ প্রার্থী জোরকদমে ভোটের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন।  তবে এই ভোটের প্রচার অভিযান কে কেন্দ্র করে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মনসুকা এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে যে প্রার্থীদের কে বেশি প্রচার করতে দেখা যাচ্ছে সেই প্রার্থী গুলি নাম হল ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভারতী ঘোষ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী। সিপিআইএমের প্রার্থী তপন গাঙ্গুলী। শিবসেনা পার্টির প্রার্থী ড: উজ্জ্বল কুমার ঘটক। 
এবার ঘাটাল থেকে যে ৭ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন সেই সাত জন প্রার্থীর দলের নাম এবং প্রার্থীর নাম
(১) বিজেপির ➡ভারতী ঘোষ।
(২) এসইউসি ➡দীনেশ মেইকাপ।
(৩)   তৃণমূল ➡ দীপক অধিকারী।
(৪) কংগ্রেস ➡মহম্মদ সইফুল্লাহ খোন্দকার। 
(৫) বহুজন সমাজ পার্টি ➡ সুরজিৎ সেনাপতি।
(৬) বামফ্রন্ট➡ তপন গঙ্গোপাধ্যায় ।
(৭)  শিবসেনা➡   ড. উজ্জ্বলকুমার ঘটক।
নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar