কেন সিসিটিভি ক্যামেরা বসানো হলো মনসুকা ১নং পঞ্চায়েতে?

মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে লাগানো হলো সিসিটিভি ক্যামেরা । 
আজ দুপুর 1 টা নাগাদ এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতের একেবারে বাইরে রাস্তার ওপর নজরদারি রাখার জন্য দুটি টিভি ক্যামেরা বসানো হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের ভেতরে গুরুত্বপূর্ণ স্থানে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানা যাচ্ছে। মনসুকার রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই সরগরম। বর্তমান পরিস্থিতিতে মনসুকার দুইটি রাজনৈতিক দল বেশ সক্রিয়। মনসুকার উপর চলতে থাকে মিছিল ও পাল্টা মিছিল। বেশ কয়েকবার মনসুকা অঞ্চল ঘেরাও হয়েছে বিগত সময়ে। কিছু বিশেষজ্ঞ ও রাজনৈতিক মানুষদের এমন ধারণা। আবার কিছু মানুষ বলছেন এটি সাধারন ভাবেই সরকার থেকে অর্ডার করা হয়েছে যে প্রতি অঞ্চলে এমন সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে তাই বসানো হয়েছে।
 মানুষের সাথে কিছু সমস্যার ঘটলে তা পর্যালোচনা করে দেখার জন্য সিসিটিভি ফুটেজ বিশেষভাবে কাজে আসবে। সাথে সাথে সিসিটিভি ক্যামেরা বসানোর ফলে বিভিন্ন বিষয়গুলির উপর নজরদারি দিতে পারবে পঞ্চায়েত। তবে প্রধান কি উদ্দেশ্য নিয়ে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন পঞ্চায়েত সেই উদ্দেশ্যে গোড়ায় পৌঁছাতে  পারেনী আমাদের প্রতিনিধি। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar