মনসুকা স্কুলের প্লাটিনাম জয়ন্তীর প্রথম পর্যায়ের অনুষ্ঠান সূচি ।

মনসুকা লক্ষীনারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে ।

আর মাত্র একমাস বাকি। সেই আনন্দ মুখর শুভ দিনগুলির অপেক্ষা রয়েছি আমরা সকলে। এরই মধ্যে বেশ কয়েকবার উৎসব কমিটি এবং স্কুল কমিটির মধ্যে আলোচনা-পর্যালোচনা মিটিং হয়ে গেল। কিভাবে এই অনুষ্ঠান গুলোকে আরো সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপন করা যায়। তার জন্য নানান কর্মসূচি গ্রহণ করেছেন পরিচালন কমিটি। আর মাত্র একমাস পরেই প্রথম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি হবে 3 রা জানুয়ারি 2020 শুক্রবার সকাল আটটায় প্রভাতফেরীর মাধ্যমে ।

 আসুন আমরা অনুষ্ঠানসূচি দেখে নিই ... 

প্রথম পর্যায়ের অনুষ্ঠান সূচি:- 

 3 রা জনুয়ারি 2020 শুক্রবার 
  • সকাল 8 টা থেকে 10টা পর্যন্ত প্রভাতফেরি । 
  • 11টা থেকে 1টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান , বৈদিক স্তোত্র পাঠ, উদ্বোধনী সংগীত, স্মরণিকা প্রকাশ, (স্মরণিকা প্রকাশ করবেন কবি সৃজন দাশগুপ্ত এবং স্বামী শৃপর্নানন্দজি মহারাজ) । 
  • দুপুর 1টা থেকে 2টা মধ্যাহ্নভোজন বিরতি দুপুর 2টা থেকে 4টা বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান । 4 থেকে 5:30 মহাকাশ বিজ্ঞান ও ভূগোল প্রদর্শনী। 5:30 থেকে 7:30 ম্যাজিক শো ( ম্যাজিক দেখাবেন জুনিয়র এ কুমার) । 
  • 8:30 থেকে 10টা পর্যন্ত বাউল, লোকসংগীত ও ভাটিয়ালি সংগীত পরিবেশন (পরিবেশনায় জি বাংলা খ্যাত গঙ্গাধর ও তুলিকা) । 

দ্বিতীয় দিন
4ঠা জানুয়ারি 2020 শনিবার


  • সকাল 8টা থেকে 9:30 উদ্বোধনী অনুষ্ঠান, পরিবেশনায় সুরমঞ্জরি। 
  • 9:30 থেকে 10:30  প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। 
  • 11টা থেকে 1টা - সেমিনার শতবর্ষে বিদ্যাসাগর। 1টা থেকে 2টা মধ্যাহ্নভোজের বিরতি।
  • 2টা থেকে 4টা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কৃতী ছাত্র-ছাত্রীদের স্টেজ পারফরম্যান্স। 
  •  4টা থেকে 6টা কুইজ, - আন্তঃ বিদ্যালয়। 
  •  6টা থেকে 8টা অনুষ্ঠান- পুতুল নাচ ।
  • 8 টা থেকে 10টা যাত্রানুষ্ঠান পরিবেশনায় শিক্ষক- শিক্ষাকর্মী বৃন্দ।


তৃতীয় দিন
5 ই জানুয়ারি 2020 রবিবার


  • 8 থেকে 8:30 উদ্বোধনী অনুষ্ঠান।
  • 8:30 থেকে 10:30 তাৎক্ষণিক বক্তৃতা ছাত্র ছাত্রী ও সর্বসাধারণ।
  • 10:30 থেকে একটা "বিবেকানন্দ " বিষয়ে আলোচনাচক্র ; আলোচক অমিত্রসূদন ভট্টাচার্য ( বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়) । 
  • 1টা থেকে 2 টা মধ্যাহ্নভোজন বিরোধী।
  • 2টা থেকে 4টা প্রাক্তনী সম্মেলন।
  • 4টা থেকে 6টা পুরস্কার বিতরণী।
  • 6টা থেকে 8টা নিত্যানুষ্ঠান পরিবেশনা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
  • 8টা থেকে 10টা বহিরাগত শিল্পী দ্বারা সঙ্গীতানুষ্ঠান , শিল্পী- রাঘব চট্টোপাধ্যায় ।

🙏💐 সবারে করি আহ্বান । অবশ্যই সকলে  আসবেন অনুষ্ঠান দেখতে। আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবে। তাই আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কাম্য। 💐🙏    

(তথ্য পাঠিয়েছেন অঞ্জন মাইতি) 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar