 |
প্রতীকি ছবি |
বিদ্যুতের উচ্চ ভোল্টেজের কারণে পুড়ে গেল বহু টাকার ইলেকট্রিক সামগ্রী টিভি ফ্রিজ সাব মার্সেল পাখা নানান সামগ্রী এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষ। ঘটনাটি ঘটেছে মনসুকা চড়কতলা ও তার নিকট এলাকায়। বুলবুল ঝড়ের কারণে গতকাল রাত পর্যন্ত এলাকায় বিদ্যুৎ ছিল না। এরই মধ্যে আগে থেকে মনসুকা বিভিন্ন স্থানে ইলেকট্রিক তার পরিবর্তনের কাজ চলছে। পুরানো তার বদলে প্লাস্টিকের রাবার আচ্ছাদন যুক্ত তার ব্যবহার করা হচ্ছে। স্থানীয় মানুষদের কিছু কিছু মানুষের অভিযোগ যে গতকাল রাতে ইলেকট্রিক সামগ্রী পুড়ে যাওয়ার প্রধান কারণ হলো এই ইলেকট্রিক সংযোগকারিরা ভুল তার সংযোগ করেছেন। যার ফলস্বরুপ এই বিপত্তি। মনসুকা এলাহাবাদ ব্যাংক এর পেছনে যে ট্রান্সফরমারটি রয়েছে তা থেকেই এই বিপত্তি ঘটেছে। আজ সকাল দশটা নাগাদ তারে 440v উপরে ভোল্টেজ ছিল যে কারণে বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী নষ্ট হয়েছে স্থানীয় মানুষদের এই অভিযোগ । তবে কেন এই উচ্চ ভোল্টেজ সৃষ্টি হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি।