ব্রাহ্মী [Bocopa Monieri ( L.) Wettst ] হল একটি লতানাে গাছ । মাটির উপর লতা মেলে এগিয়ে চলে । এই গাছের কাণ্ডের পর্ব থেকেও শিকড় বের হতে দেখা যায়। কাণ্ড বেশ নরম প্রকৃতির , রসালাে হয় । পাতা ডিম্বাকৃতি , ফুল হালকা নীল অথবা সাদা রঙের হয়। ফল ৫ মিলিমিটার লম্বা বীজ ছােট বাদামি বর্নের হয়।
ব্যবহার্য অংশ :- গাছের সমস্ত অংশ ব্যবহার করা যায় । এই গাছের রস প্রতিদিন সকালে আধকাপ পরিমাণ কয়েকদিন খেলে ও শুক্ৰহীনতা রােগ উপশম হয় । গাছের রস ৩ চামচ পরিমাণ ১ কাপ দুধসহ দিনে দুবার কয়েকদিন খেলে কোষ্ঠবদ্ধতা এবং প্রস্রাবের অবরােধ রােগে উপকার হয় । শিশুদের সর্দি ও শ্লেষ্ময় শ্বাসকষ্ট হলে গাছের রস ১ - ২ চামচ পরিমাণ ১ চামচ মধুসহ খাওয়ালে কয়েকদিনেই উপকার পাওয়া যায় । এর শাক গাওয়া ঘিতে ভেজে প্রতিদিন খেলে চোখের জ্যোতি বাড়ে । গাছের রস ২ চামচ মধুসহ দিনে দুবার খেলে স্বরভঙ্গ রােগ ভাল হয় এবং স্মৃতিশক্তিও বাড়ে । গাছের ছাল বাতের ব্যথায় স্থানে প্রয়ােগ করলে খুব উপকার হয়।
Tags
Lifestyle