ব্রাহ্মী গাছের উপকারিতা

ব্রাহ্মী [Bocopa Monieri ( L.) Wettst ]  হল একটি লতানাে গাছ । মাটির উপর লতা মেলে এগিয়ে চলে । এই গাছের কাণ্ডের পর্ব থেকেও শিকড় বের হতে দেখা যায়।  কাণ্ড বেশ নরম  প্রকৃতির , রসালাে হয় । পাতা ডিম্বাকৃতি , ফুল হালকা নীল অথবা সাদা রঙের হয়।  ফল ৫ মিলিমিটার লম্বা বীজ ছােট বাদামি বর্নের হয়।

 ব্যবহার্য অংশ :- গাছের সমস্ত অংশ ব্যবহার করা যায় । এই গাছের রস প্রতিদিন সকালে আধকাপ পরিমাণ কয়েকদিন খেলে  ও শুক্ৰহীনতা রােগ উপশম হয় । গাছের রস ৩ চামচ পরিমাণ ১ কাপ দুধসহ দিনে দুবার কয়েকদিন খেলে কোষ্ঠবদ্ধতা এবং প্রস্রাবের অবরােধ রােগে উপকার হয় । শিশুদের সর্দি ও শ্লেষ্ময় শ্বাসকষ্ট হলে গাছের রস   ১ - ২ চামচ পরিমাণ ১ চামচ মধুসহ খাওয়ালে কয়েকদিনেই উপকার পাওয়া যায় । এর শাক গাওয়া ঘিতে ভেজে প্রতিদিন খেলে চোখের জ্যোতি বাড়ে । গাছের রস ২ চামচ মধুসহ দিনে দুবার খেলে  স্বরভঙ্গ রােগ ভাল হয় এবং স্মৃতিশক্তিও বাড়ে । গাছের ছাল বাতের ব্যথায় স্থানে প্রয়ােগ করলে  খুব উপকার হয়। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar