মনসুকা লক্ষ্মী নারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
মনসুকা * পশ্চিম মেদিনীপুর
স্থাপিত - ১৯৪৫
( প্লাটিনাম জয়ন্তী বর্ষ - ২০২০
( ১৯৪৫ - ২০২০ )
সুধী ,মহাশয় / মহাশয়া ,
আনন্দের সাথে জানাই যে আগামী ইং - ২০২০ বর্ষে আমাদের প্রিয় মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় ৭৫ তম বর্ষে পদার্পন করবে । এই শুভক্ষনকে স্মরণীয় করে রাখতে সারা বৎসর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে প্লাটিনাম জয়ন্তী উৎসব । তাই আগামী ১৭ই পৌষ ১৪২৬ ( ইং - ৩ রা জানুয়ারী ২০২০ ) শুক্রবার থেকে ১৯শে পৌষ ১৪২৬ ( ইং - ৫ই জানুয়ারী ২০২০ ) রবিবার পর্যন্ত চলবে উৎসবের প্রথম পর্যায় । নানা উপচারে সাজানাে হয়েছে অনুষ্ঠানের বরণডালা । উদ্বোধন করবেন পরমপূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজী মহারাজ , সম্পাদক , রামকৃষ্ণমিশন ইনসটিটিউট অব কালচার গােলপার্ক , কলকাতা । এছাড়াও উপস্থিত থাকবেন বহু গুনী ও বিশিষ্টবিদগ্ধ ব্যক্তিগণ । সেইহেতু , এলাকার সমস্ত গ্রামবাসী , শুভানুধ্যায়ী ও প্রাক্তনীদের । সাদর আমন্ত্রণ জানাই এই পূনর্মিলন যজ্ঞে আসুন , স্মৃতিমেদুর সেইসব দিনের কৈশােরের সাথীদের সাথে আবার আমরা মিলিত হই এই মহতী উৎসবে । আপনাদের সমুজ্জ্বলউপস্থিতি অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করবে ।
বিনীত
তাং - ৩০ / ১১ / ২০১৯ প্লাটিনাম জয়ন্তী উৎসব মনসুকা কমিটি ২০২০ মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়
Tags
Other