ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ স্কুলের প্লাটিনাম জয়ন্তী আমন্ত্রণ পত্র

 মনসুকা লক্ষ্মী নারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 
        মনসুকা * পশ্চিম মেদিনীপুর
                   স্থাপিত - ১৯৪৫
         ( প্লাটিনাম জয়ন্তী বর্ষ - ২০২০
                 ( ১৯৪৫ - ২০২০ ) 
 

সুধী ,
 মহাশয় / মহাশয়া ,
                           আনন্দের সাথে জানাই যে আগামী ইং - ২০২০ বর্ষে আমাদের প্রিয় মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় ৭৫ তম বর্ষে পদার্পন করবে । এই শুভক্ষনকে স্মরণীয় করে রাখতে সারা বৎসর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে প্লাটিনাম জয়ন্তী উৎসব । তাই আগামী ১৭ই পৌষ ১৪২৬ ( ইং - ৩ রা জানুয়ারী ২০২০ ) শুক্রবার থেকে ১৯শে পৌষ ১৪২৬ ( ইং - ৫ই জানুয়ারী ২০২০ ) রবিবার পর্যন্ত চলবে উৎসবের প্রথম পর্যায় । নানা উপচারে সাজানাে হয়েছে অনুষ্ঠানের বরণডালা । উদ্বোধন করবেন পরমপূজ্যপাদ স্বামী  সুপর্ণানন্দজী মহারাজ , সম্পাদক , রামকৃষ্ণমিশন ইনসটিটিউট অব কালচার গােলপার্ক , কলকাতা । এছাড়াও উপস্থিত থাকবেন বহু গুনী ও বিশিষ্টবিদগ্ধ ব্যক্তিগণ । সেইহেতু , এলাকার সমস্ত গ্রামবাসী , শুভানুধ্যায়ী ও প্রাক্তনীদের । সাদর আমন্ত্রণ জানাই এই পূনর্মিলন যজ্ঞে আসুন , স্মৃতিমেদুর সেইসব দিনের কৈশােরের সাথীদের সাথে আবার আমরা মিলিত হই এই মহতী উৎসবে । আপনাদের সমুজ্জ্বলউপস্থিতি অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করবে ।

                                                   বিনীত

তাং - ৩০ / ১১ / ২০১৯          প্লাটিনাম জয়ন্তী উৎসব          মনসুকা                                       কমিটি ২০২০                                মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar