মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তি উদযাপন উপলক্ষে মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে নবরূপে সজ্জিত করা হয়েছে। আটটি আবক্ষ মূর্তি তৈরি করা হচ্ছে। ৩রা জানুয়ারি প্লাটিনাম জয়ন্তী উদযাপনের প্রথম পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে। ৩রা জানুয়ারি থেকে পরপর তিনদিন বর্ণাঢ্য অনুষ্ঠান থাকছে। প্রথমেই সকল সুধীজনদের আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন।
বিংশ শতাব্দীর চল্লিশের দশক ভারতবর্ষের ক্ষেত্রে মাইলস্টোন হিসাবে চিহ্নিত আছে । ভারতে বিটিশ সাম্রাজ্যবাদের শৃঙ্খল থেকে ভারতকে স্বাধীন করার জন্য যখন একদিকে বিভিন্ন ধারায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরােধী সংগ্রাম পরিচালিত হচ্ছে , তখন আর একদিকে আমাদের দেশের কিছু কৃতি ব্যক্তি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য আর এক ধরনের জনস্বার্থমুখী সংগ্রাম পরিচালনার নেতৃত্ব দিতে এগিয়ে আসেন ।
এলাকার কতিপয় দেশপ্রেমিক ব্যক্তি সংকল্প নিলেন মনসুকা গ্রাম একটি আদর্শ শিক্ষায়তন প্রাতষ্ঠা করে অজ্ঞানতা ও কুসংস্কারের হাত থেকে সমাজকে বাঁচাতে হবে । মানুষের বাড়ীতে শিক্ষার আলো জ্বালাতে হবে । সেইদিন ঝুমি নদীর তরে একটি ছােট্ট প্রদীপ জালিয়ে শিক্ষার প্রসারের জন্য যে কুটীর নির্মাণের মধ্য দিয়ে মহত কাজ শুরু হয়েছিল আজ তা মহীরুহে পরিণত ।
১৯৪৫ থেকে ২০২০ এই ৭৫ বৎসর আমরা অতিক্রম করে এলাম ।শত শত ছাত্র বিদ্যালয় জীবনে প্রথাগত শিক্ষা সম্পন্ন করে আজ সমাজ জীবনে প্রতিষ্ঠিত । আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সমাজের সেই সব শ্রেষ্ঠ সন্তানদের যাদের অকৃত্রিম শ্রম সহযােগিতার মধ্য দিয়ে আজ আমাদের বিদ্যালয় ৭৫ বৎসরে পদার্পণ করেছে ।
শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যে সমস্ত হৃদয়বান শিক্ষক শিক্ষকতাকে আদর্শ হিসাবে গ্রহন করেছেন এবং ছাত্র সমাজকে সুস্থ পথে পরিচালিত করার ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা গ্রহন করেছেন । চলুন আমরা দেখে নিই সেই সমস্ত শিক্ষকদের নাম যাহারা মনসুকা স্কুলের জন্মলগ্ন থেকে কোন কোন সময় শিক্ষক ও তার সাথে যুক্ত ছিলেন। কিছু বছর এবং কিছু কিছু শিক্ষকের নাম স্মৃতি থেকে নেওয়া হয়েছে তাই কোন শিক্ষকের নাম বাদ পড়ে গিয়ে থাকলে আপনারা সংযোজন করবেন।
শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যে সমস্ত হৃদয়বান শিক্ষক শিক্ষকতাকে আদর্শ হিসাবে গ্রহন করেছেন এবং ছাত্র সমাজকে সুস্থ পথে পরিচালিত করার ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা গ্রহন করেছেন । চলুন আমরা দেখে নিই সেই সমস্ত শিক্ষকদের নাম যাহারা মনসুকা স্কুলের জন্মলগ্ন থেকে কোন কোন সময় শিক্ষক ও তার সাথে যুক্ত ছিলেন। কিছু বছর এবং কিছু কিছু শিক্ষকের নাম স্মৃতি থেকে নেওয়া হয়েছে তাই কোন শিক্ষকের নাম বাদ পড়ে গিয়ে থাকলে আপনারা সংযোজন করবেন।
১ । শ্রী অচ্যুতানন্দ চট্টোপাধ্যায়
২ । শ্রী রাখালচন্দ্র পাখিরা
৩ ।শ্রী কানাইলাল দোলই
৪ ।শ্রী রামচন্দ্র পােড়ে
৫ ।শ্রী সাধনচন্দ্র জানা
৬ । শ্রী বুদ্ধিমন্ত বেরা
৭ ।শ্রী মহেন্দ্রনাথ পাড়ই
৮ ।শ্রী সুবলচন্দ্র চৌধুরী
৯ ।শ্রী কেশবচন্দ্র চক্রবর্তী
১০ । শ্রীতপস্বীচরণ পােড়ে
১১ ।শ্রী গােপালচন্দ্র মাইতি
১২ । শ্রী নিতাইচন্দ্র জান
১৩ ।শ্রী হরেন্দ্রনাথ মিশ্র
১৪ ।শ্রী পার্বতীচরণ মণ্ডল
১৫ ।শ্রী রাধানাথ হাজরা
১৬ ।শ্রী সমরেশচন্দ্র রুদ্ৰসরকার
১৭ ।শ্রী শম্ভুনাথ ভেল্কি
১৮ ।শ্রী কুঞ্জবিহারী গায়েন
১৯ ।শ্রী ললি তমােহন চক্রবর্তী
২০ ।শ্রী নলিনীকান্ত কাব্যতীর্থ
২১ ।শ্রী সুরেন্দ্রনাথ চৌধুরী
২২ ।শ্রী পশুপতি দে
২৩ ।শ্রী বিশ্বনাথ চক্রবর্তী
২৪ ।শ্রী বামাপদ চক্রবর্তী
২৫ ।শ্রী ভূপালচন্দ্র কর
২৬। শ্রী গৌরচন্দ্র জানা
২৭ ।শ্রী অনন্তকুমার সেন
২৮ ।শ্রী মাণিকলাল মাইতি
২৯ ।শ্রী গণেশচন্দ্র রায়
৩০ ।শ্রী শঙ্খেশ্বর রায়
৩১ । শ্রী কাশীনাথ চৌধুরী
৩২ ।শ্রী প্রদ্যোৎকুমার মণ্ডল
৩৩ । শ্রী রমেশচন্দ্র গঙ্গোপাধ্যায়
৩৪ ।শ্রী পূর্ণচন্দ্র মণ্ডল
৩৫ । শ্রী রামকৃষ্ণ চক্রবর্তী
৩৬ । শ্রী শীতলচন্দ্র মান্না
৩৭ । শ্রী অসীমকুমার দেসরকার
৩৮ ।শ্রী অবনীভূষণ বেরা
৩৯ । শ্রীমতী দিগার
৪০ । শ্রী সৃষ্টিধর চংদার
৪১ । শ্রী সুধাংশু শেখর সামন্ত
৪২ ।শ্রী অজিতকুমার ঘােষ
৪৩ ।শ্রী পরেশচন্দ্র ভূঞা
৪৪ ।শ্রী বঙ্কিমবিহারী সামন্ত
৪৫ । শ্রী সন্ধি বেরা
৪৬ । শ্রী নরেন্দ্র ভাদুড়ী
৪৭ ।শ্রী আশিষকুমার বসু
৪৮ ।শ্রী দু:খীরাম দোলুই
৪৯ । শ্রী বিনয়কুমার সামন্ত
৫০।শ্রী শৈলেন্দ্রনাথ অধিকারী
৫১ । শ্রী অমরেন্দ্রনাথ দাস
৫২ ।শ্রী অজিতকুমার বেরা
৫৩ ।শ্রী শঙ্করনাথ মিত্র
৫৪ । শ্রী উৎপল গাঙ্গুলী
৫৫ । শ্রী অজয়কুমার সাউ
৫৬ ।শ্রী মাণিকচন্দ্র পাঁজা
৫৭ ।শ্রী শুকদেব মেটে
৫৮ । শ্রী সৌমেন্দ্রনাথ মাজী
৫৯ ।শ্রী স্বদেশরঞ্জন ঘােড়ই ( স্বেচ্ছাসেবী )
৬০ ।শ্রী স্বদেশকুমার সামন্ত
৬১ । শ্রী সুবিকাশ রায়
৬২ । শ্রী গুরুপদ বাঁক
৬৩ । শ্রী উমা রায়
৬৪ ।শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায়
৬৫।শ্রী শ্ৰীবনমালী ঘােড়া
৬৬। শ্রী গণপতি সামন্ত
৬৭। শ্রী দীনবন্ধু মিশ্র
৬৮। শ্রী নিমাই চন্দ্র চক্রবর্তী
৬৯। শ্রী মদন চন্দ্র মণ্ডল
৭০। শ্রী পান্নালাল বসু
৭১। শ্রীঅমিয়রঞ্জন সামন্ত
৭২। শ্রী পীযূষ কান্তি ঘােষ
৭৩। শ্রী জীতেন্দ্রনাথ পাল
৭৪। শ্রী অসিত কুমার বিশ্বাস
৭৫। শ্রী দিলীপ কুমার বাগ
৭৬। শ্রী বিজয় কুমার বেরা
৭৭। শ্রী সুভাষচন্দ্র চৌধুরী
৭৮। শ্রী কালীপদ চক্রবর্ত্তী
৭৯। শ্রী শম্ভুনাথ চক্রবর্তী
৮০। শ্রী অজিত কুমার সামন্ত
৮১। শ্রী রেবতীরমণ মণ্ডল
৮২। শ্রী অমরেন্দ্রনাথ চৌধুরী
৮৩। শ্রীমতি তপতী সামন্ত
৮৪। শ্রী তাপস কুমার রায়
৮৫। শ্রী বিশ্বনাথ মণ্ডল
৮৬। শ্রী কিংকর চন্দ্র বেরা
৮৮। শ্রী শক্তিপদ পাত্র ,
৮৯। শ্রী রবীন্দ্রনাথ বাগ
৯০।শ্রী অশ্রুজিৎ মণ্ডল
৯১। শ্রী তুষার কান্তি চক্রবর্তী
৯২। শ্রী তাপসকুমার মুখার্জী
৯৩। শ্রী নিত্যানন্দ বেরা
৯৪। শ্রী গৌতমপ্রসাদ সিনহা
৯৫। শ্রী অজয়কুমার প্রামানিক
৯৬। শ্রী অমল কুমার প্রামানিক
৯৭। শ্রী রবীন্দ্রনাথ হাঁসদা
৯৮। শ্রী জয়ন্তকুমার পাল
৯৯। শ্রী প্রভাতকুমার দাস
১০০। শ্রী সৈকত সিনহা
১০১। শ্রী অসিতবরণ গােস্বামী
১০২। শ্রী প্রদীপকুমার সামন্ত
১০৩। শ্ৰী বিকাশচন্দ্র মণ্ডল
১০৪। শ্রী কেশবকান্তি চক্রবর্তী
১০৫ । শ্রী সুধীনকুমার ভক্ত
১০৫। শ্রী লক্ষ্মীকান্ত রায়
১০৭। শ্রী রীতেশকুমার পােড়ে
১০৮ । শ্রী স্বপনকুমার মাঝি
১০৯ । শ্রীমতী জয়শ্রী দিগার
১১০ । শ্রী নিত্যানন্দ প্রামানিক
১১১ । শ্রী সনাতন নন্দন
১১২। শ্রীমতী তরুলতা সিংহ
১১৩। শ্রী সমীরণ অধিকারী ।
১১৪। শ্রী জগন্নাথ সিং
১১৫। শ্রী প্রদ্যুৎ নন্দী ।
১১৬। শ্রী অমলকুমার ঘােষ
১১৭। শ্রী সব্যসাচী ঘােষ ।
১১৮। শ্ৰী সমর রায়
১১৯। শ্রী গণেশ রজক
১২০। শ্রী শুভপ্রকাশ সিংহ
১২১। সাজেদ আলি শা
১২২। আফরােজা খাতুন
১২৩। শ্রী রূপসাগর সামন্ত
১২৪। শ্রী দীপঙ্কর রাণা
সবশেষে আবারো সকল সুধীজনদের আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন।
Tags
Education