মনসুকা স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন প্রাক্কালে



বিংশ শতাব্দীর চল্লিশের দশক ভারতবর্ষের ক্ষেত্রে মাইলস্টোন হিসাবে চিহ্নিত আছে । ভারতে বিটিশ সাম্রাজ্যবাদের  শৃঙ্খল থেকে ভারতকে স্বাধীন করার জন্য যখন একদিকে বিভিন্ন ধারায়  ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরােধী সংগ্রাম পরিচালিত হচ্ছে , তখন আর একদিকে আমাদের দেশের কিছু কৃতি ব্যক্তি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য আর এক ধরনের জনস্বার্থমুখী  সংগ্রাম পরিচালনার নেতৃত্ব দিতে এগিয়ে আসেন । এলাকার কতিপয় দেশপ্রেমিক ব্যক্তি সংকল্প নিলেন মনসুকা গ্রাম একটি আদর্শ শিক্ষায়তন প্রাতষ্ঠা করে অজ্ঞানতা ও কুসংস্কারের হাত থেকে সমাজকে বাঁচাতে হবে । মানুষের বাড়ীতে শিক্ষার আলো  জ্বালাতে হবে ।

সেইদিন ঝুমি নদীর তরে একটি ছােট্ট প্রদীপ জালিয়ে শিক্ষার প্রসারের জন্য যে কুটীর নির্মাণের  মধ্য দিয়ে মহত কাজ শুরু হয়েছিল আজ তা মহীরুহে পরিণত । ১৯৪৫ থেকে ২০২০ এই ৭৫  বৎসর আমরা অতিক্রম করে এলাম । শত শত ছাত্র বিদ্যালয় জীবনে  প্রথাগত শিক্ষা সম্পন্ন করে আজ সমাজ জীবনে প্রতিষ্ঠিত । আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সমাজের সেই সব শ্রেষ্ঠ সন্তানদের যাদের অকৃত্রিম শ্রম সহযােগিতার মধ্য দিয়ে আজ আমাদের বিদ্যালয় ৭৫ বৎসরে পদার্পণ করেছে । শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যে সমস্ত হৃদয়বান শিক্ষক শিক্ষকতাকে আদর্শ  হিসাবে গ্রহন করেছেন এবং ছাত্র সমাজকে সুস্থ পথে পরিচালিত করার ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা গ্রহন করেছেন ।মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তি উদযাপন উপলক্ষে মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে নবরূপে সজ্জিত করা হয়েছে। আটটি আবক্ষ মূর্তি  তৈরি করা হচ্ছে।   ৩রা জানুয়ারি প্লাটিনাম জয়ন্তী উদযাপনের প্রথম পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে।  ৩রা জানুয়ারি থেকে পরপর তিনদিন বর্ণাঢ্য অনুষ্ঠান থাকছে। প্রথমেই সকল সুধীজনদের আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar