এবার পিছিয়ে গেল "পরিতোষ ঘোড়ই স্মৃতি কাপ"

বিগত বেশ কয়েক বছর ধরে "পরিতোষ ঘোড়ই স্মৃতি কাপ"  আনন্দপুর  শিশু সংঘ এর পরিচালনায় কামারডাঙ্গা ক্রিকেট মাঠে আট দলীয় একদিবসীয় দিবারাত্রি নকআউট ক্রিকেট প্রতিযোগিতা  আয়োজিত হয়ে আসছে।

এই খেলাটি বাংলার ১১ ই পৌষ  অনুষ্ঠিত হয়ে থাকে। ইং 26,27,28 শে ডিসেম্বর মধ্যে  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে ।  তবে সেই নির্দিষ্ট দিনের মধ্যে এবার অনুষ্ঠানটি আয়োজিত করতে পারলেন না আনন্দপুর  শিশু সংঘ।

  এর প্রধান কারণ টি হল যে খেলার মাঠটিকি আরও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে খেলার মাঠে চাষ দিয়ে সবুজ ঘাস তৈরি করার পরিকল্পনা ছিল আয়োজকদের।    আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে তা কার্যত  মাঠের মধ্যে সবুজ ঘাস দেখা যায়নি যার ফলে নির্দিষ্ট সময়ে মাঠের পিচ তৈরি করা  সম্ভবপর হয়ে ওঠে নি। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে মাঠ তৈরির জন্য ক্রিকেট মাঠটিকে ট্রাক্টর দিয়ে চাষ করে দেওয়া হয়েছিল।

মাঠে যেমন ঘাস দেখা যায়নি তেমনি মাঠে অসমতল জায়গা রয়েছে। মাঠের অসমতল জায়গাগুলি সমতল করা এবং মাঠের মধ্যে অবাঞ্ছিত নোংরা পরিস্কার করার কাজ করছেন আনন্দপুর শিশু সঙ্ঘের সদস্যরা। জানা যাচ্ছে যে মাটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য সংঘের সদস্যরা রাতভর এক করে কাজ করছেন।

তবে এই ক্রিকেট খেলার নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সঠিক দিন ধার্য করা হয়ে ওঠেনি ওই খেলাটি সংঘঠিত করার জন্য।  তবে শীঘ্রই খেলার দিন ধার্য করা হবে বলে জানা যাচ্ছে। দিন ধার্য হলে খেলার দিন খবরে জানিয়ে দেওয়া হবে।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar