আজ দুপুর বারোটার সময় বেরার ঘাটের উপর লোহার পাইপ দ্বারা নির্মিত পোল উদ্বোধন করলেন মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান রাত্রি পণ্ডিত মহাশয়া আরও জানা যাচ্ছে যে আজ পোল বা সেতুর ওপর দিয়ে যে সমস্ত গাড়ি বা মানুষ পার হবেন তাদের কোনো শুল্ক নেয়া হবে না । এই প্রথম ঝুমি নদীর উপর একটি লোহার পাইপ দ্বারা পোল বা সেতু তৈরি করা হলো ।
এই সেতুটি বেশ শক্ত পোক্ত এবং দীর্ঘস্থায়ী হবে বলে ধারণা করছেন বহু মানুষ। খুব সহজে এই পোলের উপর ভারি ভারি গাড়ি পার হতে পারবে বলে অনুমান করা যায় । বন্যার সময় এই অক্ষত থাকবে বলে ধারণা করা যায় ফলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে।
Tags
Ghatal