ঘাটালের মনসুকার বেরার ঘাটে লোহার পাইপ দিয়ে নির্মিত হয়েছে। রাতের জন্য সৌন্দর্য বৃদ্ধি কারক আলোক লাগানো হয়েছে এই পোলের দুই ধারে।এবং সামান্য কিছু দুর অন্তর পোলের উপযোগী আলোকস্তম্ভ লাগানো হয়েছে। আজ দুপুর বরোটা নাগাদ উদ্বোধন করলেন মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাত্রি পন্ডিত সাতিক মহাশয়া। পোলটি নির্মাণ করতে প্রায় দুই মাস সময় লেগেছে। লোহার পাইপ নানা স্থান থেকে ক্রয় করে আনার পর মিস্ত্রি দ্বারা ঝালাই করে লাগানো হয়েছে। দশ বারোজন সহযোগী প্রায় সব দিন নিরন্তর কাজ করে গেছেন।দুপুরে উদ্বোধন করার সময় উপস্থিত সকলকে বোঁদে খাইয়ে মিষ্টি মুখ করিয়েছেন। এছাড়াও সন্ধ্যায় বাজি পোড়ানো হয়েছে। রাতে আলোক সজ্জিত লোহার তৈরি এই পোলটি অপূর্ব সুন্দর লাগছে।ঝুমি নদীর উপর প্রথম লোহার পাইপ দিয়ে নির্মিত এই বেরার ঘাটের পোলটি বহু মানুষের নজর কাড়ছে।
Tags
Ghatal