ঘাটাল উৎসবে শিশু মেলায় এবার মঞ্চ কাঁপাবে মনসুকা স্কুল

ঘাটাল শিশুমেলায় অনুষ্ঠান মঞ্চে গত ৩১ বছরে কোন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল গ্রুপ ডান্সে অংশগ্রহণ করেনি। এই প্রথমবার  মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  ছাত্র ছাত্রীরা ঘাটাল শিশুমেলায় নৃত্য প্রদর্শন করার সুযোগ পেয়ে গেল।

 তাই ঘাটাল শিশুমেলার অনুষ্ঠান মঞ্চে ২৩ শে ডিসেম্বর বিকেল ৫ টায়  ইতিহাস গড়তে চলেছে মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ  মাধ্যমিক বিদ্যালয়। গত কয়েক বছর ধরে স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সভায়  সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য প্রদর্শন করে আসছে।
স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক মহাশয় সুধীন কুমার ভক্ত মহাশয়ের  কাছে তালিম নিয়ে থাকে। 
উল্লেখ্য , এই সমস্ত ছাত্র-ছাত্রীরা বেশিরভাগই কেউ আগে থেকে কখনো কোথাও নৃত্য করেনি এমন ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে তালিম দিয়ে নাচের উপযোগী করে তোলা খুবই কষ্টসাধ্য।

তবে এবার মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব এর সাথে সাথে বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এই প্লাটিনাম ও বার্ষিক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান জন্য ছাত্র-ছাত্রীদের কে প্রায় ১৫ টি গানে নাচ শিখিয়ে নৃত্যের উপযোগী করে তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক মহাশয় সুধীন কুমার ভক্ত মহাশয় এবং ওনার গুরুদেব তরুণ সাহা মহাশয়।

এই ১৫ টি গানের মধ্যে মাত্র পাঁচটি গান উপস্থাপন করা হয়েছিল ঘাটাল শিশুমেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের অডিশন মঞ্চে।  শিশুমেলার সাংস্কৃতিক বিভাগ,  মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের নৃত্য গুলিকে নির্বাচন করেছেন।

এর ফলে ঘাটাল শিশুমেলায়  অষ্টম দিনে শিশু মেলার মূল মঞ্চে ২৩ শে ডিসেম্বর বিকেল ৫ টা থেকে ৫ টা ৩০ পর্যন্ত  বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নৃত্য পরিবেশন করবে।

এমন একটি সুযোগ পেয়ে স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষক মহাশয়রা সকলেই আনন্দিত এবং অভিভূত। অন্যান্য  অনেক নৃত্যের স্কুল গুলিকে পিছনে ফেলে  ঘাটাল শিশুমেলা অনুষ্ঠান মঞ্চে জায়গা করে নেওয়া সত্যিই আনন্দের এবং গর্বের। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar