ঘাটালের মনসুকার বাঘানালায় চৌদ্দটি কুকুরের মৃতদেহ নিয়ে তোলপাড়!

ঘাটালের মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাঘানালা গ্রামে ১৪ টি কুকুর ছানার নিথর দেহ পড়ে থাকতে দেখা গেছে একটি ধান জমির ওপর ।
কুকুরছানা গুলোকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে বলে জানা যাচ্ছে। কে বা কারা এই কুকুরছানা গুলোকে মেরেছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে কেন মারা হয়েছে সে বিষয়ে কেউ কেউ বলেছেন কুকুর  ছানা গুলি খেলার ছলে  ক্ষেতে ফসল নষ্ট করছিল। কেউ বা কারা রাতের অন্ধকারে কুকুরছানা গুলোকে মেরেছে।  এই অমানবিক কাজের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা ভীষণ ভাবে ক্ষুব্ধ।  নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।  একটি বিশেষ সূত্রে খবর জানা যাচ্ছে যে ওই বাঘানালা গ্রামের কারক পাড়ার মাঠে  একটি সিমেন্টের পাইপের ভেতর কুকুরের ছানা গুলি থাকত।


রাতের অন্ধকারে কে বা কারা এসে এই কুকুরের বাচ্চাগুলোকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারল তার সঠিক খবর জানা যায়নি। মাননীয়  দিলিপ মাঝি মহাশয় বলেছেন ঘটনাটি শুনেছি তবে এটা খুবই নিন্দনীয় ব্যাপার। এভাবে কুকুরের ছানাগুলোকে পিটিয়ে মারা উচিত হয়নি।  প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে কে বা কারা এই কুকুরগুলোকে বাঁশের লাঠি দ্বারা মেরেছে সে বিষয়ে তদন্ত করা চলছে।  গত বছর একটি সরকারি হসপিটালে ১৬ টি কুকুর  ছানা কে মারার জন্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছিল। বহু মানুষ এ নিয়ে নিন্দা করেছিলেন। সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল এই মনসুকার বাঘানালা গ্রামে।  কুকুর হলো সামাজিক বন্ধু এদেরকে কোনভাবে মেরে ফেলা উচিত নয়।
( বিস্তারিতভাবে আনন্দবাজার পত্রিকায় আজ খবরটি ছাপা হয়েছে)

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar