সরস্বতী পুজো মানেই কি প্রেম?

আর কয়েকদিন পরেই সরস্বতী পূজা। স্কুল প্রাঙ্গণে মা সরস্বতীর আরাধনা লিপ্ত হবেন স্কুলের ছাত্রছাত্রীরা।পাড়ায় পাড়ায়   ক্লাব গুলিতে চলবে মাতৃবন্দনা। স্কুল প্রাঙ্গণ গুলি মাতৃ  বন্দনার পুষ্পাঞ্জলি মন্ত্রে মুখরিত হয়ে উঠবে।  পুষ্পাঞ্জলি দেওয়ার পর কুল খাওয়ার ছাড়পত্র পাওয়া যাবে। আর এই  পুজোর তিন দিন পড়াশোনা থেকে রেহাই।  এই দিনে কেউবা মা বা বৌদির শাড়ী পরে প্রথম শাড়ি পরার অনুভূতি।  তাঁতের শাড়ি, কানে ঝুমকা, গলায় পোড়া মাটির গয়না, পার্লারে চুলের নতুন কাট এবং ভ্রু প্লাক  আর কসমেটিকস এর মেকাপে বান্ধবীদের কাছে বা প্রিয় মানুষটির কাছে নিজের সৌন্দর্য কে তুলে ধরা । পুষ্পাঞ্জলি দিতে যাওয়া। নতুন শার্ট বা পাঞ্জাবী পরে ছেলেরা পুষ্পাঞ্জলী দেয়। নতুন শাড়ি বা নতুন জামা পরে কেমন লাগছে তাহলে কি ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখতে চায়। তাই স্টুডিওতেও ভীড় পরে ফটো তোলার জন্য। স্কুল-কলেজের ছেলেমেয়েদের মধ্যে স্বরসতী পূজার দিন প্রেম আলাপ  একেবারে উড়িয়ে দেওয়া যায় না।  
স্বরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদে।  বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত এই সরস্বতী দেবীর পূজিত হয়ে আসছেন।  হিন্দুরা বাসন্তী পঞ্চমী তিথিতে মাঘ মাসে মা সরস্বতী আরাধনা করে থাকেন।  ভারত ছাড়াও জাপান মায়ানমার ইন্দোনেশিয়া ভিয়েতনাম প্রভৃতি দেশে মা সরস্বতী বিদ্যার দেবী' হিসেবে পূজিত হয়ে আসছেন। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar