প্রতিবছর মাঘী পূর্ণিমায় শ্রীকৃষ্ণের পুজো ও অষ্টপ্রহর হয় মনসুকা উত্তর খড়্কপুরের হাজরাপাড়ায় । প্রতিবছরের মতো এবছরও এই পুজো এবং অষ্টপ্রহর শুরু হয় ৮ফেব্রুয়ারি।
ওই দিন সন্ধ্যায় এক কীর্তনীয়া কীর্তন করছিলেন , ঐ সময় পুলিশ আসেন এবং বলেন উচ্চ স্বরে মাইক বাজানো যাবে না, সামনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জানা গিয়েছে যে পরীক্ষার্থীদের অভিভাবকের অভিযোগের কারণে পুলিশ প্রশাসন আসেন। নিম্ন স্বরে মাইক বাজানো নির্দেশ দেন । নির্দেশে কিছু সময় মাইক বন্ধ করে রাখা হয়েছিল । উদ্যোক্তারা এবং কিছু মানুষ এটা মেনে নিতে পারেনি। উদ্যোক্তাদের মধ্য থেকে কিছু মানুষ জানতে যান কোন কোন ব্যক্তি ফোন করে অভিযোগ জানিয়েছেন তাদের নাম ও ফোন নাম্বার দিয়ে হবে । এর সাথে সাথে বিষয়টি আরো জটিল হয়ে পড়ে। ফলে উদ্যোক্তাদের ৯জনকে আটক করে থানায় নিয়ে গেছেন। ওই ৯জন পুলিশ প্রশাসন এর থেকে ছাড়া পেয়েছেন কিনা সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে মাইকের নিম্ন আওয়াজে চলছে অষ্টপ্রহর।
Tags
Ghatal