কি করলে দিতে হবেনা কোন বিদ্যুৎ বিল?

আর আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না সারা জীবনের জন্য। আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব? বা কি করলে বিদ্যুৎ বিল আর দিতে হবে না।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্য বাজেট পেশ করেছেন একটি প্রকল্প। এই প্রকল্পের নাম " হাসির আলো " । এই প্রকল্পের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তিন মাসের মধ্যে ৭৫ইউনিট এর কম বিদ্যুৎ ব্যবহার করলে তাদের বিল দিতে হবে না তবে এই প্রকল্পের নীতির মধ্যে একথা আরো উল্লেখ করা হয়েছে যে এই সুবিধা প্রাপ্ত বিদ্যুৎ গ্রাহকদের কে অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে। বিপিএল তালিকাভুক্ত বিদ্যুৎ গ্রাহকদের তিন মাসের মধ্যে ৭৫ ইউনিটের মধ্যে বিদ্যুৎ খরচ করলে তাদেরকে কোন বিদ্যুৎ বিল দিতে হবে না। কিন্তু যে সমস্ত বিপিএল তালিকাভুক্ত বিদ্যুৎ গ্রাহক যদি ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে বিদ্যুৎ বিল জমা দিতে হবে। তবে বিপিএল তালিকাভুক্ত বাদে অন্যান্য বিদ্যুৎ বিল গ্রাহকদের এরূপ কোন সুবিধা থাকছে না এই " হাসির আলো" প্রকল্পের মধ্যে।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar