গতকাল ১৪ ই ফেব্রুয়ারি দীর্ঘ গ্রাম চানকপাড়ার শয়নাতলা মৌন মিছিল করা হয়েছে গ্রামবাসীর তরফ থেকে। এই মৌন মিছিল এর কারণ হলো গত ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় শহীদদের আত্মার শান্তি কামনায় এই মৌন মিছিল করা হয়।
এই মৌন মিছিলের স্থানীয় গ্রামবাসী মহিলা পুরুষ এবং শিশুদের সকলকে একসাথে উপস্থিত থাকতে দেখা গেছে। পুলওয়ামা হামলায় শহীদদের একসাথে ছবি নিয়ে এবং মোমবাতি হাতে এই মৌন মিছিলে হাঁটতে দেখা গিয়েছে বহু মানুষকে। মনসুকা বা পার্শ্ববর্তী গ্রামগুলোতে অনেকেই এই দিনটাকে ব্লাক ডে হিসেবে পালন করেছেন । তবে এই দিনটিকে বিশেষভাবেই শ্রদ্ধার সাথে পালন করল চানকপাড়ার স্থানীয় গ্রামবাসীরা। জাতীয় সংগীত গেয়ে ও জাতীয়় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠাঠান শুরু হয়েছিল। এই দিনটাকে বীর শহীদদের আত্মার শান্তি কামনায় এবং ওই শহীদদের মনের মনিকোঠায় স্মরণীয় করে রাখার জন্য বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাখা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুন কুমার চক্রবর্তী , প্রসেনজিৎ ঘোষ, নিখিলেশ কর , সরুপ মন্ডল , মনিশঙ্কর মিশ্র, প্রমূখ।
Tags
Ghatal